Hockey India: একপেশে লড়াইয়ে জাপানকে হারিয়ে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিতে দীপিকারা
Indian Womes Hockey Team: আগের দুটো ম্য়াচেও একাধিপত্য ছিল ভারতীয় মহিলা হকি দলেরই। এদিনও তার ব্যতিক্রম হয়নি। প্রথম অর্ধে জাপান রবিবার নিজেদের ডিফেন্স শক্ত রেখেছিল।
রাজগির: মহিলাদের হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Womens Hockey Champions Trophy 2024) জয়ের ধারা বজায় রাখল ভারত। রবিবার গ্রুপের শেষ ম্য়াচে জাপানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল তারা। রাজগির হকি স্টেডিয়ামে এই জয়ের সঙ্গে সঙ্গেই সেমিফাইনালের টিকিট পাকা করে ফেললেন দীপিকা, নভনীতরা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই নক আউটে পৌঁছল ভারতীয় মহিলা হকি দল (Indian Womens Hockey Team)। আগামী ১৯ নভেম্বর সেমিফাইনালে আরও একবার এই জাপানের বিরুদ্ধেই নামবে ভারত।
আগের দুটো ম্য়াচেও একাধিপত্য ছিল ভারতীয় মহিলা হকি দলেরই। এদিনও তার ব্যতিক্রম হয়নি। প্রথম অর্ধে জাপান রবিবার নিজেদের ডিফেন্স শক্ত রেখেছিল। ভারতের ফরোয়ার্ড লাইন বারবার বক্সে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। কিন্তু দ্বিতীয় অর্ধে নভনীত ও দীপিকার সৌজন্যে তিনটি গোল করে ভারত নিজেদের জয় নিশ্চিত করে। ম্য়াচে ভারতের হয়ে প্রথম গোল করেন নভনীত কৌর। তিনি ৩৭ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দিয়েছিলেন। এরপর দীপিকার জোড়া গোল পরপর। ৪৭ ও ৪৮ মিনিটের মাথায় টানা আক্রমণে ২ টো গোল করেন দীপিকা।
খেলার শুরুতে কিন্তু কিছুটা স্লো শুরু করেছিল ভারত। প্রথম কোয়ার্টারের ৬ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার পেয়েছিলেন দীপিকা। কিন্তু সেখান থেকে ফের ব্যর্থ হন তিনি গোল করতে। এরপর মণীশা ও নেহাও দুটো পেনাল্টি কর্নার পেয়েছিলেন। কিন্তু তাঁরা সেই কর্নার থেকেও গোল করতে পারেননি। জাপান দ্বিতীয় কোয়ার্টারে কিছুটা বলের ওপর নিয়ন্ত্রণ বেশি রেখেছিল। কিন্তু তারা গোলের মুখ খুলতে পারেনি।
View this post on Instagram
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন দীপিকা। আগের ম্য়াচে ভারত থাইল্যান্ডকে ১৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল। সেই ম্য়াচে একাই পাঁচ গোল করছিলেন দীপিকা। ২০ বছরের এই হকি তারকা প্রথম দুটো ম্য়াচে পেনাল্টি কর্নার থেকে গোল করতে পারছিলেন না। কিন্তু থাইল্যান্ডের বিরুদ্ধে নিজের পাঁচ গোলের দুটো গোলই করেছিলেন পেনাল্টি কর্নার থেকে। চিনের বিরুদ্ধেও বড় ব্যবধানে হেরেছিল থাইল্যান্ড। ভারতের বিরুদ্ধে এরপর আরও লজ্জার হার হারে থাইল্যান্ড।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পরই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত সূর্যকুমারের