এক্সপ্লোর
Advertisement
সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ নয়, জানালেন রাজীব শুক্ল
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। পিসিবি-র সঙ্গে বৈঠকের আগে বিসিসিআই-এর এই অবস্থান স্পষ্ট করে দিলেন রাজীব শুক্ল। তিনি শুক্রবার বলেছেন, ‘পিসিবি-র সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের যে চুক্তি হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হবে। আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দেব। এই বৈঠকের ফল কী হয়, সেটা দেখতে হবে। দ্বিপাক্ষিক সিরিজের জন্য সরকারের অনুমতি নিতে হবে। সরকারের অনুমতি ছাড়া কিছু করব না।’
২০১৪ সালে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে পিসিবি-র সঙ্গে চুক্তি করেছিল বিসিসিআই। কিন্তু প্রায় এক দশক ধরে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। চুক্তিভঙ্গ করায় বিসিসিআই-এর বিরুদ্ধে আইনি পথে হেঁটেছে পিসিবি। এরপরেই পিসিবি-র সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী। সোমবার দুবাইয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বিসিসিআই-এর প্রতিনিধিত্ব করবেন অমিতাভ এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির সদস্যরা। পিসিবি সভাপতি শাহরিয়র খানও এই বৈঠকে থাকবেন। ক্রিকেট মহলে খবর, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরু করার বিষয়ে আগ্রহী বিসিসিআই। এ বিষয়ে সরকারের অনুমতিও চেয়েছেন বোর্ডকর্তারা। তবে শুক্ল স্পষ্ট করে দিয়েছেন, সরকারের অনুমতি ছাড়া সিরিজের বিষয়ে ভাবনা-চিন্তা করবেন না তাঁরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement