Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেও বিন্দুমাত্র সন্তুষ্ট নন নীরজ চোপড়া
World Athletics Championship 2023: বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯০ মিটারের অধিক থ্রো করাই তাঁর লক্ষ্য ছিল বলে জানান নীরজ।
বুদাপেস্ট: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championships) প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দেশের প্রধানমন্ত্রী থেকে সাধারণ দেশবাসী, সকলেই তাঁর সাফল্যে উচ্ছ্বসিত। তবে নীরজ নিজে কিন্তু সোনা জিতেও সন্তুষ্ট হতে পারছেন না। তাঁর আসল লক্ষ্যভেদ হয়নি বলেই ভারতীয় অ্যাথলিট হতাশ।
নীরজ জানান এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯০ মিটারের গণ্ডি পার করাই তাঁর লক্ষ্য ছিল। সেটা সম্ভব হয়নি। তিনি ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে সোনা নিজের নামে করেন। সোনা জয়ের পরেও খানিক হতাশ নীরজ সাংবাদিকদের বলেন, 'আমি আজ রাতে ৯০ মিটারের অধিক দূরে (জ্যাভলিন) ছুড়তে চেয়েছিলাম। তবে তার জন্য সব কিছু একেবারে ঠিকঠাক হওয়ার প্রয়োজন। আজ সন্ধ্যাতে সেটা করত ব্যর্থ হয়েছি আমি। হয়তো পরের বার সাফল্য পাব। দেখা যাক।'
তাঁর দ্বিতীয় প্রয়াসই সোনা জয়ের জন্য যথেষ্ট হলেও, নীরজ জানান তিনি শেষ প্রয়াস পর্যন্ত নিজের সর্বসেরা থ্রোয়ের রেকর্ড ভাঙার জন্য মরিয়া ছিলেন। 'দ্বিতীয় রাউন্ডের পরে আমি আরও ভাল পারফর্ম করার জন্য উৎসুক ছিলাম, কারণ আমার বিশ্বাস ছিল যে আমি আরও ভাল করতে পারি। এক্ষেত্রে আমার টেকনিক এবং গতির উপর অনেকটা নির্ভর করে। যোগ্যতা অর্জন পর্বে আমাদের অনেক খাটাখাটনি করতে হয়েছে। তারপর শরীরকে চাঙ্গা করার জন্য হাতে মাত্র একদিন সময় ছিল। সেটা একটা বড় পার্থক্য গড়ে দেয়। তবে আমি শেষ প্রয়াস পর্যন্ত নিজের রেকর্ড ভাঙার জন্য চেষ্টা করেছি।' বলেন ভারতীয় অ্যাথলিট।
প্রসঙ্গত, এটি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজের দ্বিতীয় পদক। এর আগে গত বছর অল্পের জন্য হতাশ হতে হয়েছিল নীরজকে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। এবার সেই হতাশা ঘুচল। প্রসঙ্গত, এরপর চিনে আসন্ন এশিয়ান গেমসে পারফর্ম করতে দেখা যাবে নীরজকে। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতাই নীরজের এ বছরের শেষ প্রতিযোগিতা। সেখানেও সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করার জন্য নিশ্চয়ই মরিয়া হয়ে ট্র্যাকে নামবেন ২৫ বছর বয়সি ভারতীয় অ্যাথলিট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: 'ক্রীড়াক্ষেত্রে ওর কোনও তুলনা নেই', সোনাজয়ী নীরজকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির