এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ডে দলের সঙ্গে কী করছে ইনজামাম? পিসিবি-কে তোপ ইন্তিখাব আলমের
অন্যদিকে, সরফরাজকে ফোন করে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, কোনও দিকে না তাকিয়ে বাকি চার ম্যাচে ভাল খেলার চেষ্টা করতে হবে দলকে।
করাচি: চলতি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স এবং ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান ক্রিকেটে ডামাডোল চরমে। এবার ইংল্যান্ডে দলের সঙ্গে প্রধান নির্বাচক ইনজামাম উল হকের থাকা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইন্তিখাব আলম। তিনি পিসিবি-র তীব্র সমালোচনা করে বলেছেন, ‘নির্বাচকরা দল বেছে নেওয়ার পর অধিনায়ক ও কোচ দায়িত্ব নেন। তাঁরাই ঠিক করেন কাদের খেলানো হবে এবং দলের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে ওখানে ইনজামাম উল হকের ভূমিকা কী? ওকে কেন সরকারিভাবে গিয়ে দলের বিষয়ে হস্তক্ষেপ করতে দিচ্ছে পিসিবি?’
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই হেরে গিয়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে হারের পর পাক সমর্থকদের ক্ষোভের মাত্রা বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরফরাজ আহমেদদের সমালোচনা চলছে। ইন্তিখাবও দলের সমালোচনা করে বলেছেন, ‘বিশ্বকাপের জন্য উপযুক্ত পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রতিটি দলের বিরুদ্ধে ম্যাচের আগে কৌশল, পিচের বিষয়ে জ্ঞান, আবহাওয়া সংক্রান্ত খবর জানা এবং বিপক্ষের শক্তি ও দুর্বলতার খবর নেওয়া দরকার। কিন্তু দুঃখজনকভাবে পাকিস্তানের পারফরম্যান্সে এর কোনওটিরই প্রতিফলন নেই।’
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগের রাতে শোয়েব মালিক, ইমাম উল হক, ওয়াহাব রিয়াজদের একটি ক্যাফেতে যাওয়ার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সে বিষয়ে ইন্তিখাব বলেছেন, ‘জাতীয় দলের হয়ে খেলতে গেলে কিছু নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হয়। যদিও পিসিবি দাবি করেছে, ভারতের বিরুদ্ধে ম্যাচের দু’দিন আগে সংশ্লিষ্ট ক্রিকেটাররা ওই ক্যাফেতে গিয়েছিল, তা সত্ত্বেও অত রাতে বাইরে থাকার পক্ষে কোনও সাফাই দেওয়া যায় না। রাত এগারোটার পরে ক্রিকেটারদের নৈশভোজের জন্য বাইরে যাওয়া উচিত নয়।’
অন্যদিকে, সরফরাজকে ফোন করে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, কোনও দিকে না তাকিয়ে বাকি চার ম্যাচে ভাল খেলার চেষ্টা করতে হবে দলকে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে গুরুত্ব দেওয়ার দরকার নেই ক্রিকেটারদের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement