এক্সপ্লোর
Advertisement
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচে পাক সমর্থকরা কোন দলকে সমর্থন করবেন, প্রশ্ন নাসের হুসেনের, যা জবাব পেলেন.....!
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রবিবারের মেগা ম্যাচের আগে পাক সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন। ট্যুইট করে জানতে চাইলেন, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে পাক সমর্থকরা কোন দলকে সমর্থন করবেন?
বার্মিংহ্যাম: আগামী ৩০ জুন রবিবার বিশ্বকাপের আরও একটা মেগা ম্যাচ। আয়োজক দেশ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত।এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। টুর্নামেন্টে ফেভারিট হিসেবে শুরু করলেও পর পর ম্যাচ হেরে বিপাকে পড়েছে ইংল্যান্ড। তাদের শেষ চারে যাওয়ার পথ এখন কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে, ভারত ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে।একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। দুরন্তে ছন্দে থাকা বিরাট কোহলির দলের সঙ্গে রবিবার বার্মিংহ্যামে মহড়া নেমে ইওন মর্গ্যানের দল। এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে আগ্রহী বিশেষজ্ঞরাও। এর আগে দেখা গিয়েছে যে, অন্য কোনও দলের বিরুদ্ধে খেললে পাকিস্তানি সমর্থকরা ভারতকেই সমর্থন করেন। আবার ভারত ছাড়া অন্য দলের বিরুদ্ধে খেললে ভারতীয় সমর্থকরা পাকিস্তানকে সমর্থন করেন।
আর এটা লক্ষ্য করেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রবিবারের মেগা ম্যাচের আগে পাক সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিলেন। ট্যুইট করে জানতে চাইলেন, ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে পাক সমর্থকরা কোন দলকে সমর্থন করবেন?
আর তাঁর এই প্রশ্নের মুখের মতো জবাব দিয়েছেন ভারত ও পাকিস্তানের সমর্থকরা। দেখে নেওয়া যাক- সমর্থকদের কয়েকটি জবাব।Question to all Pakistan fans .. England vs INDIA .. Sunday .. who you supporting ? 😉
— Nasser Hussain (@nassercricket) June 26, 2019
<
Definitely backing India 🇮🇳 for two reasons 1- they’re neighbours 2- they’re passionate about cricket
— Rana Shazib (@RmShazib) June 26, 2019
Neighbors Support 😂✌😍😎 pic.twitter.com/QjwFT90Yp8
— Zunair Malik (@ZunairM54899844) June 26, 2019
/code> তাঁদের এই জবাব নিয়ে আর কোনও মন্তব্য করতে দেখা যায়নি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ককে। আর এরইমধ্যে নাসের হুসেনের ওই টুইট নিয়ে ইংল্যান্ডেরই প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন তাঁর সঙ্গে রসিকতাও করেছেন। পিটারসেন ট্যুইট করে জানতে চেয়েছেন, নাসের হুসেন কোন দলকে সমর্থন করবেন।Is that even a question? pic.twitter.com/CenAXF1A47
— zaki zaidi (@zakiistan) June 26, 2019
আর এর জবাব নাসের হুসেন মজাদার ভঙ্গিতে দিয়েছেন। তাঁর জবাব, অবশ্যই ইংল্যান্ড.. তোমার মতোই যখন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার সঙ্গে রাগবি খেলে।Who you supporting, Nass?
— Kevin Pietersen🦏 (@KP24) June 26, 2019
England of course Kev .. same as you when England play South Africa at rugby 😉
— Nasser Hussain (@nassercricket) June 26, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement