এক্সপ্লোর
Advertisement
ছবি পোস্ট করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আউট নিয়ে কার্যত প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ রোহিত শর্মার
আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি রোহিত। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে তিনি প্যাভিলিয়নের দিকে রওনা দেন। ২২ বলে ১৮ রান করে আউট হন তিনি। ম্যাচের একদিন পর ভারতীয় ওপেনার কার্যত প্রকাশ্যে ওই আউট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
ম্যাঞ্চেস্টার: গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মার আউটের সিদ্ধান্ত ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) কতটা নিখুঁত, সেই প্রশ্ন তুলে দিয়েছে। ব্যাট করতে নেমে ছন্দে ছিলেন রোহিত। কিন্তু কেমার রোচের একটা বল গুড লেংথে পড়ে ভেতর দিকে ঢুকে আসে। ব্যাট ও বলের ফাঁক দিয়ে বল চলে যায় ক্যারিবিয়ান উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা আউটের আবেদন জানান। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। ক্যারিবিয়ান খেলোয়াড়রা মনে করেন, বল রোহিতের ব্যাটের কানা ছুঁয়েছে। সেজন্য জেসন হোল্ডার অ্যান্ড কোং ডিআরএস নেন। থার্ড আম্পায়ার মাইকেল গাফ অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত নাকচ করে রোহিতকে আউট ঘোষণা করেন।
আম্পায়ারের এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি রোহিত। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে তিনি প্যাভিলিয়নের দিকে রওনা দেন। ২২ বলে ১৮ রান করে আউট হন তিনি।
ম্যাচের একদিন পর ভারতীয় ওপেনার প্রকাশ্যে ওই আউট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ট্যুইটারে রোহিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, তাঁর ব্যাট ও প্যাডের মধ্যে ব্যবধান রয়েছে । যদিও রোহিত এই ছবি সম্পর্কে কোনও মন্তব্য করেননি। কিন্তু এই ছবি পোস্ট করে শাই হোপের গ্লাভসে যাওয়ার আগে বল তাঁর প্যাডে লাগে, এমনই ইঙ্গিত তিনি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
অনেক প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় দলের সমর্থক তৃতীয় আম্পায়ারের ওই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আম্পায়ার তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন।????♂️???? pic.twitter.com/0RH6VeU6YB
— Rohit Sharma (@ImRo45) June 28, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement