এক্সপ্লোর
Advertisement
বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে অনুশীলনে তামিমের কব্জিতে আঘাত নিয়ে উদ্বেগ বাংলাদেশ শিবিরে
অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যানকে সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। সঙ্গে যান ফিজিও থিমান চন্দ্রমোহন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চোটের জায়গায় এক্স-রে করা হবে বলে জানা গেছে।
লন্ডন: বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ শিবিরকে তাড়া করে বেড়াচ্ছে খেলোয়াড়দের চোট-আঘাতের আশঙ্কা। আগামীকাল রবিবার ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তার আগে নেটে অনুশীলনের আগে বাঁহাতের কব্জিতে চোট পেলেন ওপেনার তামিম ইকবাল। অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যানকে সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। সঙ্গে যান ফিজিও থিমান চন্দ্রমোহন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চোটের জায়গায় এক্স-রে করা হবে বলে জানা গেছে।
নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, তামিমের এই চোটের ব্যাপারে আগাম কিছু বলা যাবে না। এক্স-রে করা হবে এবং যদি কোনও চিড় থাকে তাহলে ওকে পাওয়া যাবে না। আর তা যদি না হয়, তাহলে ওকে প্রথম ম্যাচে পাওয়া যাবে বলেই আশা করছি।
বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ তামিম। গত মাসের গোড়ায় আয়ারল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ জয়ের ক্ষেত্রে দুটি হাফসেঞ্চুরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
ইতিমধ্যেই মহম্মদ সইফুদ্দিন (পিঠের সমস্যা সারিয়ে উঠছেন), মাশরফি মোর্তাজা (হ্যামস্ট্রিং), মুস্তাফিজুর রহমান (কাফ মাসল) এবং মাহমুদুল্লাহ (কাঁধ)-এর মতো খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বাংলাদেশ শিবিরে চিন্তা রয়েছে।
স্পিন –অলরাউন্ডার শাকিব আল হাসানও পিঠের সমস্যায় ভুগছিলেন। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি ফিট হয়ে যাবেন বলেই আশা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement