এক্সপ্লোর
Advertisement
রোহিত শর্মা ম্যান অফ দ্য সিরিজ হচ্ছেন, কেন এই ভবিষ্যদ্বাণী করেছেন, জানালেন যুবরাজ
ওল্ড ট্রাফোর্ডে রোহিত-ঝড়ে উড়ে গেল পাকিস্তান। বিশ্বকাপের মেগা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরানের ইনিংস খেললেন রোহিত শর্মা।চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ভারতের হিট-ম্যানের চোখধাঁধানো ইনিংস বিশেষজ্ঞ থেকে ক্রিকেট অনুরাগী-সবার তারিফ আদায় করে নিয়েছে।
নয়াদিল্লি: ওল্ড ট্রাফোর্ডে রোহিত-ঝড়ে উড়ে গেল পাকিস্তান। বিশ্বকাপের মেগা ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরানের ইনিংস খেললেন রোহিত শর্মা।চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে ভারতের হিট-ম্যানের চোখধাঁধানো ইনিংস বিশেষজ্ঞ থেকে ক্রিকেট অনুরাগী-সবার তারিফ আদায় করে নিয়েছে।
ম্যাচের পর সহ অধিনায়কের দাপুটে ব্যাটিংয়ের প্রশংসায় মুখর হন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২০১১-তে ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ সিংহও রোহিতের ফ্যান-ক্লাবে যোগ দিয়েছেন। সেইসঙ্গে চলতি বিশ্বকাপে হিটম্যানের জন্য একটা বড়সড় ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি।
সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবরাজের পূর্বাভাস, চলতি বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ হবেন রোহিত। উল্লেখ্য, ২০১১-র বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ।
রোহিত শর্মা সম্পর্কে এই ভবিষ্যদ্বাণী কেন করেছেন, তা নিয়ে একটি ঘটনার কথা জানিয়েছেন যুবরাজ। তাঁর ট্যুইট, ‘আইপিএল চলাকালে রোহিতের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। ও তখন বেশির ভাগ ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারছিল না। আমি ওকে বলি, তুমি জানো না তোমার সামনে কী আছে। যা ঘটছে, তা কোনও নির্দিষ্ট কারণের জন্যই ঘটছে। ঠিক এই কথাগুলোই ২০১১-র বিশ্বকাপের আগে সচিন (তেন্ডুলকর) আমাকে বলেছিল।’
যুবরাজ জানিয়েছেন, তিনি রোহিতকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে, ভবিষ্যতে ভালো কিছু ঘটতে পারে, এটা তারই ইঙ্গিত। সচিনও তাঁকে ২০১১ বিশ্বকাপের আগে এমনটাই বলেছিলেন।Chatting to Rohit at ipl time ! Discussion about getting starts but not getting big runs , and I was like you don’t know what lies ahead of you it’s happening for a reason ! Same words told to me by @sachin_rt before 2011 wcup , my mos of 2019 prediction from india @ImRo45
— yuvraj singh (@YUVSTRONG12) June 16, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement