World Cup 2023: অপ্রতিরোধ্য কিউয়িদের থামানো চ্যালেঞ্জ শাকিবদের, কেমন হতে পারে আজ ২ দলের একাদশ?
BAN vs NZ: তানজ়িদ হাসানের ফর্ম বাংলাদেশ চিন্তার বড় কারণ। তবে তরুণ ওপেনারকে আরেকটি সুযোগ দিতে পারে বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট।
চেন্নাই: বিশ্বকাপের আগেই কেন উইলিয়ামসনের চোটমুক্ত না হওয়া একটা চিন্তার আবহ তৈরি করেছিল কিউয়ি শিবিরে। যদিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে আজকের ম্য়াচে খেলতে পারেন কেন। নেটে দীর্ঘক্ষণ অনুশীলনও সেরেছেন কিউয়ি তারকা। অধিনায়ক হিসেবেই আজ মাঠে নামতে পারেন কেন। আগের ২ ম্য়াচে টম ল্যাথামের নেতৃত্বে খেলেছিল নিউজিল্য়ান্ড শিবির।
তানজ়িদ হাসানের ফর্ম বাংলাদেশ চিন্তার বড় কারণ। তবে তরুণ ওপেনারকে আরেকটি সুযোগ দিতে পারে বাংলাদেশি টিম ম্যানেজমেন্ট। দলের ব্যাটিং লাইন আপ শক্তিশালী করার জন্য মাহমুদুল্লাহ একাদশে ফিরতে পারেন। স্পিন সহায়ক পিচে নাসুমেরও ফেরার সম্ভাবনা রয়েছে। ২২ গজের লড়াইয়ে কে সাফল্য পায়, এবার সেটাই দেখার বিষয়।
চিদাম্বরমের পিচ বরাবরই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ দলে একগুচ্ছ তারকা স্পিনারের উপস্থিতি ওপার বাংলার দলকে আত্মবিশ্বাস জোগাবে। তবে কিউয়িদের জন্য এই ম্যাচের আগেই বড় সুখবর। চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরছেন দলের তারকা ব্যাটার তথা অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। আইপিএলের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর একসময় মনে হয়েছিল উইলিয়ামসন বোধহয় বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারবেন না। তবে সেই দুঃশ্চিন্তা সরিয়ে শুক্রবারই মাঠে নামতে চলেছেন উইলিয়ামসন।
এখনও পর্যন্ত দুটো দলই দুটো করে ম্যাচ খেলেছে। কিউয়িরা তাঁদের ২ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। শতরান এসেছিল ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্রর ব্যাট থেকে। দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নেয় নিউজিল্য়ান্ড। চলতি বিশ্বকাপে কিউয়ি শিবিরের তুরুপের তাস হয়ে উঠছেন রচিন রবীন্দ্র। ব্যাট হাতে ডাচদের বিরুদ্ধেও অর্ধশতরান করেছেন। বল হাতেও উইকেট তুলে নিচ্ছেন মাঝের ওভারগুলোতে। অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলেও দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যায়। আজ কিউয়িদের বিজয়রথ থামানোর চ্যালেঞ্জ শাকিব আল হাসানের ছেলেদের সামনে।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মার্ক হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহদি হাসান, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ