World Cup 2023: আজ বিশ্বকাপে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
BAN vs NZ: বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলেও দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যায়। আজ কিউয়িদের বিজয়রথ থামানোর চ্যালেঞ্জ শাকিব আল হাসানের ছেলেদের সামনে।
চেন্নাই: বিশ্বকাপে (ODI World Cup 2023) আজ নিউজিল্যান্ডের (New Zeland) বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ (Bangladesh)। এখনও পর্যন্ত দুটো দলই দুটো করে ম্যাচ খেলেছে। কিউয়িরা তাঁদের ২ ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিল। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। শতরান এসেছিল ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্রর ব্যাট থেকে। দ্বিতীয় ম্যাচেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নেয় নিউজিল্য়ান্ড। চলতি বিশ্বকাপে কিউয়ি শিবিরের তুরুপের তাস হয়ে উঠছেন রচিন রবীন্দ্র। ব্যাট হাতে ডাচদের বিরুদ্ধেও অর্ধশতরান করেছেন। বল হাতেও উইকেট তুলে নিচ্ছেন মাঝের ওভারগুলোতে। অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলেও দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যায়। আজ কিউয়িদের বিজয়রথ থামানোর চ্যালেঞ্জ শাকিব আল হাসানের ছেলেদের সামনে।
কাদের ম্যাচ?
আজ ১৩ অক্টোবর, বাংলাদেশ বনাম নিউজিল্য়ান্ড ম্যাচ
খেলাটি হবে চেন্নাইয়ের পি চিদাম্বরম স্টেডিয়ামে
খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর ২টো থেকে
কোথায় দেখবেন ম্যাচ?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলে খেলা দেখা যাবে
অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ডিজনি প্লাস হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখা যাবে এই ম্য়াচের
চিদাম্বরমের পিচ বরাবরই স্পিন সহায়ক। সেখানে বাংলাদেশ দলে একগুচ্ছ তারকা স্পিনারের উপস্থিতি ওপার বাংলার দলকে আত্মবিশ্বাস জোগাবে। তবে কিউয়িদের জন্য এই ম্যাচের আগেই বড় সুখবর। চোট সারিয়ে অবশেষে মাঠে ফিরছেন দলের তারকা ব্যাটার তথা অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। আইপিএলের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর একসময় মনে হয়েছিল উইলিয়ামসন বোধহয় বিশ্বকাপে অংশগ্রহণই করতে পারবেন না। তবে সেই দুঃশ্চিন্তা সরিয়ে শুক্রবারই মাঠে নামতে চলেছেন উইলিয়ামসন।
নিউজ়িল্যান্ডের টপ অর্ডার দুরন্ত ছন্দে রয়েছে। ইতিমধ্যেই ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র শতরান হাঁকিয়ে ফেলেছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গত ম্যাচে উইল ইয়াংও রান পেয়েছেন। সেই টপ অর্ডারে উইলিয়ামসন যুক্ত হলে যে দলের শক্তি বাড়বে তা বলাই বাহুল্য। অপরদিকে, ইশ সোধি ও গত ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মিচেল স্যান্টনারের স্পিনজুটিও কিউয়িদের ভরসার বড় কারণ।
মেহেদি হাসান ও শাকিব আল হাসান প্রথম ম্যাচে ভাল বোলিং করেছিলেন। ব্যাটেও রান পেয়েছিলেন মেহেদি। তবে ইংল্যান্ডর বিরুদ্ধে বাংলাদেশ একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে একা লড়াই করেছিলেন লিটন দাস। অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ ওপেনার। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও তাঁর চওড়া ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন বাংলাদেশি সমর্থকরা