ICC World Cup 2023 : আফগানদের জয়ের সঙ্গে বজায় রইল পাঠানের নাচের ধারা, সঙ্গী পেলেন ভাজ্জিকে
Afghanistan : ৩ জয় ও রান রেটে এগিয়ে থেকে এই মুহূর্তে ঝুলিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে আফগানরা।
পুণে : পাকিস্তানকে হারানোর পর চেন্নাইয়ে মাঠের মধ্যেই রশিদ খানদের সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছিল তাঁকে। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠানের (Irfan Pathan) যে নাচের ভিডিও হয়েছিল ভাইরাল। বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে আফগানরা ফের জয়ের ধারায় ফিরতেই বজায় রইল পাঠানের নাচও।
তবে এবার মাঠে নয়, ধারাভাষ্যকার হিসেবে বিশ্বকাপে কাজ করা ইরফানকে দেখা গেল অনুষ্ঠান সম্প্রচারের স্টুডিওতেই নাচের ছন্দ তুলতে। তবে এবার আর একা নয়, ইরফান পাঠানের সঙ্গে শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তানের জয়ের সেলিব্রেশনে নাচের তালে পা মেলালেন হরভজন সিংহও।
সীমান্তের বেড়া পেরিয়ে 'পাঠান' ভাইদের ক্রিকেটীয় সাফল্য যে তারিয়ে তারিয়ে তিনি উপভোগ করছেন, সেটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন ইরফান পাঠান। তাই ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে আফগানদের ৭ উইকেটে দাপুটে জয়ের পরও নিজের আনন্দ আগলে রাখেননি ভারতের অন্যতম সেরা প্রাক্তন বোলিং অলরাউন্ডার।
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের ছয় নম্বর ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে আফগানিস্তান। প্রথমে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দেওয়ার পর পাকিস্তান ও তারপর শ্রীলঙ্কা। ৩ জয় ও রান রেটে এগিয়ে থেকে এই মুহূর্তে ঝুলিতে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে আফগানরা। বলা ভাল, অস্ট্রেলিয়ার পরই আপাতত থেকে শেষচারের লড়াইয়ের স্বপ্ন দেখাও শুরু করেছে তাঁরা।
আফগানিস্তানের দুরন্ত মেজাজে শ্রীলঙ্কা বধের পর অধিনায়াক হাসমাতুল্লা শাহিদি বলেছেন, 'দলের পারফরম্যান্সে দারুণ আনন্দিত ও গর্বিত। তিন বিভাগেই দাপটের সঙ্গে পারফরম্যান্স মেলে ধরেছি আমরা। এই মুহূর্তে দলের ক্রিকেটাররা দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বকীয় মেজাজে ক্রিকেট খেলছে।'
আফগানিস্তানের হয়ে ব্যক্তিগত কেরিয়ারের ১০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন রশিদ খান। ঐতিহাসিক যে ম্যাচে দল জেতার পর আফগান বোলিং বিভাগের সেরা অস্ত্রকে নিয়ে অধিনায়ক শাহিদি বলেন, 'রশিদ স্পেশাল ক্রিকেটার। ও বিশ্বসেরা বোলার হওয়ার পাশাপাশি দারুণ টিমম্যানও। দলের পরিবেশ উজ্জ্বীবিত করে রাখে ও। আফগানিস্তান থেকে যে ক্রিকেট ভক্তরা এখানে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাঁদের হৃদয় থেকে ধন্যবাদ। আর যে ভারতীয় ক্রিকেটভক্তরা আমাদের উৎসাহ দিচ্ছেন, তাঁদের কাছে কৃতজ্ঞ।'
Afgan win and #irfan dance is must#AFGvsL #Afghanistan #CricketTwitter #Cricket #NoOilForIsrael #BabarAzamIsMyCaptian #dagestan #Gaza_Genicide pic.twitter.com/cqmuefStFq
— Professionalsportsfans (@PROFSPOFANS) October 30, 2023
আরও পড়ুন- এগিয়ে ডি কক, দৌড়ে রোহিত-বিরাটও, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?