এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
‘করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ,’ ‘সাপ,’ রামনরেশ সারওয়ানকে তীব্র আক্রমণ ক্রিস গেইলের
গেইলের আরও দাবি, তালাওয়াসে যা হয়েছে, তাতে সারওয়ানের বড় ভূমিকা ছিল। সারওয়ান, তুমি আমার জন্মদিনের অনুষ্ঠানে অনেক কথা বলেছিলে।
কিংস্টন: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ডানহাতি ব্যাটসম্যান রামনরেশ সারওয়ানকে তীব্র আক্রমণ করলেন তাঁরই একদা সতীর্থ ক্রিস গেইল। কারণ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াস গেইলকে ধরে রাখেনি। সেই দলে জায়গা না পেয়ে মার্কি প্লেয়ার হিসেবে সেন্ট লুসিয়া জুকসে সই করেছেন তিনি। কিন্তু তারপরেও সারওয়ানের উপর থেকে তাঁর রাগ যায়নি। তাঁর অভিযোগ, সারওয়ানের জন্যই তাঁকে দল ছাড়তে হল। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে গেইল বলেছেন, ‘সারওয়ান, তুমি এখন করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ।’
সারওয়ানকে আক্রমণ করে গেইল আরও বলেছেন, ‘আমি যখন তালাওয়াসে ফিরে আসি, তখন সারওয়ান সহকারী কোচ ছিল। ওর প্রধান কোচ হওয়ার ইচ্ছা ছিল। এ বিষয়ে আমার সঙ্গে ওর কথাও হয়েছিল। আমি ওকে বলেছিলাম, ওর এখনও প্রধান কোচ হওয়ার মতো অভিজ্ঞতা তৈরি হয়নি। আমি যখন জামাইকা তালাওয়াস ছাড়ি, তখন দুর্দান্ত দল ছিল। কিন্তু আমি দল ছাড়ার পর অনেক অভিযোগ শুনতে পাই। সারওয়ান, সেই সময়ের অধিনায়ক আন্দ্রে রাসেলকে নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। সারওয়ানের ব্যবহারে খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে পড়েছিল।’
গেইলের আরও দাবি, ‘তালাওয়াসে যা হয়েছে, তাতে সারওয়ানের বড় ভূমিকা ছিল। সারওয়ান, তুমি আমার জন্মদিনের অনুষ্ঠানে অনেক কথা বলেছিলে। সারওয়ান, তুমি একটা সাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তুমি সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি না। তুমি প্রচণ্ড প্রতিহিংসাপরায়ণ। তুমি এখনও পরিণত হওনি, পিঠে ছুরি মারছো। সবার চোখে তুমি সন্ত, কিন্তু আসলে তুমি শয়তান। তুমি খেলোয়াড়দের মুখ বন্ধ করতে চাইতে। দলে এতজন জামাইকান কেন, সেটা নিয়েও তুমি প্রশ্ন তুলেছিলে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement