WPL 2023: সাইকা, ওয়ং, ম্যাথিউজ ত্রিফলায় বিদ্ধ দিল্লি, মাত্র ১০৫ রানেই শেষ ক্যাপিটালসের ইনিংস
DC-W vs MI-W: মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ল্যানিং, ইশাক এবং ওয়ং তিনটি করে উইকেট নেন।
মুম্বই: ব্যাট হাতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অধিনায়ক মেগ ল্যানিংয়ের (Meg Lanning) দুরন্ত ফর্ম অব্যাহত। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে দিল্লির হয়ে ৪৩ রানের মহামূল্যবান এক ইনিংস খেললেন ল্যানিং। তবে তাঁর ইনিংস সত্ত্বেও মাত্র ১০৫ রানেই অল আউট হয়ে গেল দিল্লি। বাংলার সাইকা ইশাক (Saika Ishaque), ইসি ওয়ং (Issy Wong) ও হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) তিনটি করে উইকেট নেন। এই ত্রিফলার দাপটেই মাত্র ১০৫ রানে অল আউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস।
অনবদ্য সাইকা
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ এখনও পর্যন্ত ডব্লিউএলে অপরাজিত থাকা দুই দল একে অপরের মুখোমুখি হয়েছিল। দিল্লি ও মুম্বই, উভয় ফ্রাঞ্চাইজিই নিজেদের প্রথম দুই ম্যাচ জিতেছিল। লিগ তালিকায় শীর্ষে থাকা দুই দলের লড়াই দেখতে তাই সকলেই মুখিয়ে ছিলেন। তবে প্রথম ইনিংসে দিল্লির ব্যাটিং বড় রান তুলতে সম্পূর্ণভাবে ব্যর্থ। দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং ছাড়া কেবলমাত্র জেমাইমা রডরিগেজই কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন। জেমাইমা ২৫ রানের ইনিংস খেলেন। তবে এই দুই ছাড়া আর কোনও দিল্লি ক্যাপিটালস ব্যাটারই এই ম্য়াচে তেমন রান পাননি।
জেমাইমা-ল্যানিংয়ের লড়াই
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী সাইকাই মুম্বইয়ের হয়ে প্রথম সাফল্যটা এনে দেন। তিনি মাত্র দুই রানে শেফালিকে সাজঘরে ফেরান। অ্যালিস ক্যাপসি (৬), মারিজানে কাপ (২), জেস জোনাসেনরা (২) কেউই বড় রান করতে পারেননি, বা বলা ভাল মুম্বইয়ের বোলাররা তেমন সুযোগই দেননি। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক, ল্যানিং এবং জেমাইমা চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করেন বটে, তবে সেই পার্টনারশিপ সাইকাই ভাঙেন। এমনকী দুইজনেরই উইকেট নেন সাইকা। এই পার্টনারশিপ বাদে ম্যাচে আর তেমন কোনও পার্টনারশিপই গড়ে তুলতে পারেনি দিল্লি। মাত্র ২৪ রানে সাত উইকেট হারিয়ে ইনিংসের ১২ বল বাকি থাকতেই ১০৫ রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।
Commendable bowling performance from @mipaltan
— Women's Premier League (WPL) (@wplt20) March 9, 2023
Over to the chase now 👍🏻#TATAWPL | #DCvMI pic.twitter.com/EfxHJxW6Lj
মুম্বইয়ের জন্য লক্ষ্য খুব একটা কঠিন নয়, তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। দিল্লি দুরন্ত বোলিং করে ম্যাচে ফিরে আসে না মুম্বই সহজেই জয় পায়, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: নতুন ইনিংস শুরু হাসারাঙ্গার, ক্লিন বোল্ড! আরসিবির শুভেচ্ছাবার্তা সোশ্যালে ভাইরাল