WPL 2024: উইমেন্স প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ বোর্ডের, খেলা হবে বেঙ্গালুরু ও দিল্লিতে
Womens Premier League: চলবে মার্চের ১৭ তারিখ পর্যন্ত। পাঁচটি দল মোট অংশ নেবে উইমেন্স প্রিমিয়ার লিগে। প্রতিটি খেলাই শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের (Womens Premier League) সূচি ঘোষণা করল বিসিসিআই (BCCI)। টুর্নামেন্টের নতুন মরশুমে দুটো ভেনুতে খেলা হবে। বেঙ্গালুরু ও দিল্লিকে বেছে নেওয়া হয়েছে ভেনু হিসেবে। এই টুর্নামেন্টটি শুরু হবে ফেব্রুয়ারির ২৩ তারখি থেকে। চলবে মার্চের ১৭ তারিখ পর্যন্ত। পাঁচটি দল মোট অংশ নেবে উইমেন্স প্রিমিয়ার লিগে। প্রতিটি খেলাই শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে ১১টি ম্য়াচ। অন্য়দিকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৯টি ম্য়াচ। দুটো প্লে অফও রয়েছে।
২৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। ২৪ ফেব্রুয়ারি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের খেলা। ২৫ ফেব্রুয়ারি গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতার ফর্ম্যাটে অবশ্য কোনও বদল থাকছে না। রাউন্ড রবিন ফর্ম্যাটে হবে খেলা। লিগ টেবলে প্রথম স্থানে থাকা দল সরাসরি ফাইনালে যাবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের মধ্যে এলিমিনেটর ম্যাচ। জয়ী দল ফাইনালে, পরাজিত দলের অভিযান সেখানেই শেষ।
View this post on Instagram
কলিঙ্গ সুপার কাপে ফাইনালে ইস্টবেঙ্গল
কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ডুরান্ডের পর চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল কার্লেস কুয়াদ্রাতের দল। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ বাহিনী। দলের হয়ে দুটো গোল করেন যথাক্রমে হিজাজি ও সিভেরিও। ২০১৮ সালে শেষবার সুপার কাপের ফাইনালে উঠেছিল গঙ্গা পাড়ের ক্লাব। ৬ বছর পর ফের ফাইনালে জায়গা করে নিল তারা।
মোহনবাগানের বিরুদ্ধে ডুরান্ডের ফাইনালে হেরে যেতে হয়েছিল। চলতি টুর্নামেন্টে সেই বাগানকে হারিয়েই সেমিতে জায়গা করে নিয়েছিল লাল হলুদ শিবির। এবার তাঁদের অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন ক্লেনটরা। প্রথম থেকেই বারবার প্রতিপক্ষের ডি বক্সে হানা দিচ্ছিলেন হিজাজি, নন্দকুমাররা। খেলার ১৯ মিনিটের মাথায় প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। হিজাজির গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। কর্ণার থেকে বল পান সিভেরিয়ো। কিন্তু তিনি শট না নিয়ে সামনে দিকে এগিয়ে যান। তাতেই খুলে যায় গোলের মুখ। পিছন থেকে উঠে আসা হিজাজি গোল করতে ভুল করেননি।