(Source: ECI/ABP News/ABP Majha)
WPL 2024: ঝোড়ো অর্ধশতরানের ইনিংস শেফালির, গুজরাতকে ৭ উইকেটে হারাল দিল্লি
Tata WPL 2024: প্লে অফের রাস্তা আরও কিছুটা কঠিন হয়ে গেল গুজরাত শিবিরের জন্য। জয়সূচক ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হলেন শেফালি ভার্মা।
নয়াদিল্লি: ঘরের মাঠে গুজরাত (Gujrat Gaints) বধ দিল্লির (Delhi Capitals)। উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2024) ম্য়াচে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল মেগ ল্যানিংয়ের দল। আর জয়ের সঙ্গে সঙ্গেই ৮ ম্য়াচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে চলে গেল দিল্লি শিবির। অন্যদিকে এই হারের ফলে প্লে অফের রাস্তা আরও কিছুটা কঠিন হয়ে গেল গুজরাত শিবিরের জন্য। জয়সূচক ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হলেন শেফালি ভার্মা।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত জায়ান্টসের ক্য়াপ্টেন বেথ মুনি। ওলভার্দাটের সঙ্গে ওপেনে নেমেছিলেন মুনি। কিন্তু তারকা ওপেনিং জুটি রান পাননি। ৭ রান করে উলভার্দাট। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন বেথ মুনি। হেমলতাও রান পাননি। লিচফিল্ড ২১ ও অ্যাশলে গার্ডনার ১২ রান করেন। ভারতীয় ফুলমালি ৪২ রান করেন। ৩৬ বলের ইনিংস ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। ব্রাইস ২২ বলে ২৮ রান করেন। ৪ টি বাউন্ডারি হাঁকান। তনুজা কনওয়াল খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান বোর্ডে তোলে গুজরাত। দিল্লির হয়ে মারিজানা ক্য়াপ ও শিখা পাণ্ডে ২টো করে উইকেট নেন। মিনু মানি ২ উইকেট নেন।
View this post on Instagram
জবাবে ব্যাট করতে নেমে ১৩.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। ১৮ রানের ইনিংস খেলেন মেগ ল্যানিং। ওপেনিংয়ে নেমে ৩৭ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন শেফালি ভার্মা। মূলত তিনিই জয়ের রাস্তা তৈরি করে দেন। নিজের ইনিংসে শেফালি ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান। এলিস ক্যাপসি খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন। ২৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন জেমিমা রডরিগেজ। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। তনুজা কানওয়াল ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২ উইকেট।
গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল স্মৃতি মন্ধানার আরসিবি দল। বল-ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করে গেলেন এলিসা পেরি। প্রথমে বল হাতে ৬ উইকেটে তুলে নিলেন অজি মহিলা ক্রিকেট তারকা। পরে ব্যাট হাতে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন পেরি। এই জয়ের সঙ্গে সঙ্গে নক আউটে জায়গা পাকা করে নিয়েছিল আরসিবি।