WPL 2024: বোলারদের দাপটের পর ওপেনারদের ব্যাটে ঝড়, ৯ উইকেটে ইউপি ওয়ারিয়র্সকে হারাল দিল্লি
UP Warriorz vs Delhi Capitals: শেফালি বর্মা (Shafali Verma) ও মেগ ল্যানিংয়ের (Meg Lanning) ঝকঝকে হাফসেঞ্চুরি। সঙ্গে অভিজ্ঞ পেসার মারিজ়ান কাপের (Marizanne Kapp) নতুন বলে আগুনে স্পেল।
বেঙ্গালুরু: শেফালি বর্মা (Shafali Verma) ও মেগ ল্যানিংয়ের (Meg Lanning) ঝকঝকে হাফসেঞ্চুরি। সঙ্গে অভিজ্ঞ পেসার মারিজ়ান কাপের (Marizanne Kapp) নতুন বলে আগুনে স্পেল। ডব্লিউপিএলে (WPL 2024) ইউপি ওয়ারিয়র্সকে ৯ উইকেটে দুরমুশ করে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস। ৪৩ বলে ৬৪ রানে অপরাজিত রইলেন শেফালি। মারকুটে ব্যাটার বলে যাঁর পরিচিতি রয়েছে। ৬টি চার ও ৪টি ছক্কা মেরে ম্যাচকে কার্যত একপেশে করে ফেলেন শেফালি। ৪৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক ল্যানিংও। ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। মাত্র ১৪.৩ ওভারে ইউপি ওয়ারিয়র্সের রান তাড়া করে ম্যাচ জিতে নেট রান রেটও অনেকটাই বাড়িয়ে রাখল দিল্লি। ৩৩ বল বাকি থাকতে ম্যাচ জিতল।
ম্যাচের প্রথমার্ধে শিরোনামে রইলেন কাপ। সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বল হাতে আগুন ছড়ালেন। শুরু থেকেই স্যুইং অস্ত্রে বিপক্ষকে ঘায়েল করেন। তাঁর বলের সামনে বিব্রত দেখিয়েছে ইউপি ওয়ারিয়র্সের টপ অর্ডারকে। অ্যালিসা হিলি, দীনেশ বৃন্দা ও তাহলিয়া ম্যাকগ্রা - ইউপি ওয়ারিয়র্সের প্রথম তিন ব্যাটারকেই ফেরালেন কাপ। ৪ ওভারে একটি মেডেন সহ ৫ রান দিয়ে তিন উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এরকম আকর্ষণীয় বোলিং ফিগারের অপেক্ষায় থাকেন বিশ্বের তাবড় বোলাররা।
এক সময় ২৪/৩ হয়ে যাওয়া ইউপি ওয়ারিয়র্সকে টেনে তোলেন শ্বেতা শেরাওয়াত। ৪২ বলে ৪৫ রান করেন তিনি। শ্বেতাই ইউপি ওয়ারিয়র্সের সর্বোচ্চ স্কোরার। তবে কাপের পাশাপাশি বল হাতে জ্বলে ওঠেন রাধা যাদব। ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে চার উইকেট নেন তিনি। একটি করে উইকেট অরুন্ধতী রেড্ডি ও অ্যানাবেল সাদারল্যান্ডের। প্রথমে ব্য়াট করে ২০ ওভারে মাত্র ১১৯/৯ স্কোরে আটকে যায় ইউপি ওয়ারিয়র্স।
6⃣4⃣* runs off just 4⃣3⃣ deliveries!
— Women's Premier League (WPL) (@wplt20) February 26, 2024
Recap @TheShafaliVerma's entertaining knock against #UPW 🎥🔽 #TATAWPL | #UPWvDC
১২০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার। ইউপি ওয়ারিয়র্সের কোনও বোলারকেই রেয়াত করেননি শেফালি ও মেগ। ১৪.২ ওভারে মেগ যখন আউট হন, তখন স্কোর টাই। পরের বলেই বাউন্ডারি মেরে দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জেতান জেমাইমা রদ্রিগেজ়।
আরও পড়ুন: ভারতের জয় দেখে নীরবতা ভাঙলেন কোহলি, ছেলের জন্মের খবর দেওয়ার পর প্রথম পোস্ট সোশ্যাল মিডিয়ায়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে