Sakshee Malikkh: সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার, পোশাক ছিঁড়ে দিয়েছে, মারধর করেছে পুলিশ, অভিযোগ সাক্ষীর
Wrestler Protest: কুস্তিগীরদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হল পুলিশের। এরই মধ্যে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক চাঞ্চল্যকর অভিযোগ করলেন।
নয়াদিল্লি: কুস্তিগীরদের প্রতিবাদ (Wrestler Protest) মিছিল নিয়ে ধুন্ধুমার রাজধানীতে। কুস্তিগীরদের সঙ্গে প্রবল ধস্তাধস্তি হল পুলিশের। এরই মধ্যে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক চাঞ্চল্যকর অভিযোগ করলেন। তাঁকে রবিবার আটক করে পুলিশ। প্রিজন ভ্যানের ভেতর থেকে সংবাদমাধ্যমকে সাক্ষী বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম। পুলিশ আমার পোশাক ছিঁড়ে দিয়েছে। খুব বাজেভাবে মারধর করেছে। আমার হাতে চোট লেগেছে।'
প্রতিবাদে ফেটে পড়েন কুস্তিগীর, অলিম্পিক্স পদকজয়ী বজরং পুনিয়া। বলেন, 'ওকে পদ্মশ্রী দিয়েছে। তার সম্মানটুকুও দিচ্ছে না। পদকের সম্মানও দিচ্ছে না।' যোগ করেন, 'আমরা পুলিশকে চিঠি দিয়েছিলাম। অনুমতি চেয়েছিলাম। আমরা সাধারণ নাগরিক। অনুমতি না দিলেও আমরা রাস্তায় হাঁটতে পারি। কেন আটকানো হল?'
সংসদ ভবন (New Parliament Building) উদ্বোধনের দিনই দিল্লিতে তুলকালাম। যন্তরমন্তরে ধুন্ধুমার। কুস্তিগীরদের (Wrestlers Protest) সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সংসদ ভবন অভিযান ঘিরে উত্তেজনা। পুলিশ বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু-পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। কয়েকজনকে আটক করে পুলিশ। বজরং পুনিয়ার (Bajrang Punia) দাবি অনুযায়ী সংশ্লিষ্টদের মধ্যে অলিম্পিক্স ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় কুস্তিগীর সাক্ষী মালিকও রয়েছেন। ক্ষুব্ধ পুনিয়া আন্দোলনের মাঝেই পুলিশকে উদ্দেশ্য করে বলেন, 'আমাদের গুলি করে দাও।'
আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন। সেই সংসদ ভবনের উদ্দেশেই নিয়মভেঙে কুস্তিগীররা যাত্রা করছিলেন বলে অভিযোগ। বিক্ষোভকারী কুস্তিগীরদের ব্যারিকেড ভেঙে সংসদভবনের দিকে যাত্রা করতে দেখা যায়। তাঁদের দাবি ছিল দেশের সাধারণ নাগরিক হিসাবে তাঁরা যে কোনও রাস্তা দিয়ে হাঁটতে পারেন। আজ, রবিবার 'মহিলা মহাপঞ্চায়েতের'ও ডাক দিয়েছেন তাঁরা। কুস্তিগীররা দীর্ঘদিন ধরে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছে। তাঁর পদত্যাগের দাবিতেও সাক্ষী মালিক, ভীনেশ ফোগতরা সুর চড়িয়েছেন।
দিনের শুরুতে অলিম্পিক্স পদকজয়ী বজরং পুনিয়া নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, একদিকে যেখানে নতুন সংসদ ভবনের উদ্বোধন হচ্ছে, সেখানে অন্যদিকে গণতন্ত্রের খুন করা হচ্ছে। পুনিয়া মহাপঞ্চায়েতের আগে অবিলম্বের দিল্লি পুলিশকে ধৃত ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানান। তবে আজ যে মহাপঞ্চায়েত হচ্ছেই, সেকথা স্পষ্টভাবে জানিয়ে দেন পুনিয়া। তিনি বলেন, 'নিঃসন্দেহে আজ মহাপঞ্চায়েত আয়োজিত হবে। আমরা আমাদের আত্মমর্যাদার জন্য লড়াই করছি। ওঁরা আজ সংসদ ভবনের উদ্বোধন করছে আর অপরদিকে দেশের গণতন্ত্রকে খুন করছেন। দিল্লির পুলিশের দ্বারা যাদের আটক করা হয়েছে, তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি।'