(Source: ECI/ABP News/ABP Majha)
Viral: প্রতিযোগিতার মঞ্চে কুস্তি ফেডারেশন প্রধানের সপাটে চড় কুস্তিগীরকে, ভাইরাল ভিডিও
Wrestling Federation Chief: ঘটনাটি ঘটেছে রাঁচির (ranchi) শহিদ গণপত রাই ইন্দোর স্টেডিয়ামে। সেখানে অনূর্ধ্ব১৫ কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছিল। সেখানেই উত্তরপ্রদেশ থেকেও এসেছিলেন এক কুস্তিগীর।
রাঁচি: মঞ্চে তখন প্রচুর অতিথি। কিন্তু এরই মধ্যে আচমকাই এক কুস্তিগীরকে সপাটে চড় কষিয়ে বসলেন জাতীয় কুস্তি (wrestling) ফেডারেশন (fedaretion) প্রধান ব্রিজভূষণ শরন সিংহ (Brij Bhushan Sharan Singh)। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও (video)। ঘটনাটি ঘটেছে রাঁচির (ranchi) শহিদ গণপত রাই ইন্দোর স্টেডিয়ামে। সেখানে অনূর্ধ্ব ১৫ কুস্তি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছিল। সেখানেই উত্তরপ্রদেশ থেকেও এসেছিলেন এক কুস্তিগীর। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বয়স ভাঁড়িয়ে প্রতিযোগিতায় নামতে চেয়েছে সে। তাকে বাদ দেওয়া হলে সে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরই শুক্রবার প্রতিযোগিতায় উপস্থিত থেকে মঞ্চে উঠে কুস্তি ফেডারেশন প্রধানের সঙ্গে বচসায় জড়ায় সে।
#यूपी के #भाजपा सांसद ब्रजभूषण शरण सिंह ने रांची में नौजवान कुश्ती खिलाड़ी को मंच पर ही थप्पड़़ों मारे ||
— Sumit Kumar (@skphotography68) December 18, 2021
वीडियो वायरल pic.twitter.com/XLAKgP4MHZ
ভিডিওতে দেখা যাচ্ছে যে সেই তরুণকে সপাটে চড় কষালেন ব্রিজভূষণ শরন সিংহ। তাঁকে তাড়াতাড়ি আটকানোর চেষ্টা করেন মঞ্চে উপস্থিত বাকিরা। সেই তরুণকে একবার ধাক্কা দিয়ে, এরপর চড় মারেন ব্রিজভূষণ শরন সিংহ। তখনই সেই মঞ্চ থেকে নেমে যায় সেই তরুণ। ক্যামেরাবন্দি সেই ভিজুয়াল মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পরে ব্রিজভূষণ শরন সিংহের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন যে, মঞ্চে কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তার জন্যই তিনি না কি এই পদক্ষেপ নিয়েছেন। যদিও তাঁকে ক্ষমা চাওয়ার জন্য দাবি উঠেছিল। সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ্যে এভাবে উঠতি কুস্তিগীরকে চড় মারার ঘটনাকে নিন্দা করা হয়েছে।
আরও পড়ুন: অ্যাশেজের মঞ্চেই গাওস্কর, সচিনকে টপকে টেস্টে অনন্য রেকর্ড রুটের