Ashes 2021-22: অ্যাশেজের মঞ্চেই গাওস্কর, সচিনকে টপকে টেস্টে অনন্য রেকর্ড রুটের
Ashes 2021-22: নজির গড়লেন ইংল্যান্ডের (england) টেস্ট অধিনায়ক। ১৯৭৯ সালে এক ক্যালেন্ডার বর্ষে করা সুনীল গাওস্করের (sunil gavaskar) ১,৫৫৫ রানের রেকর্ড টপকে গিয়েছেন রুট
অ্যাডিলেড: টেস্টে নতুন রেকর্ডের মালিক হলেন জো রুট (joe root)। টপকে গেলেন সুনীল গাওস্কর ও সচিন তেন্ডুলকরকে (sachin tendulkar)। অ্যাডিলেডে অ্যাশেজের (ashes) মঞ্চেই নজির গড়লেন ইংল্যান্ডের (england) টেস্ট অধিনায়ক। ১৯৭৯ সালে এক ক্যালেন্ডার বর্ষে করা সুনীল গাওস্করের (sunil gavaskar) ১,৫৫৫ রানের রেকর্ড টপকে গিয়েছেন রুট (joe root)। এমনকী সচিন তেন্ডুলকরের (sachin tendulkar) ২০১০ সালে করা ১,৫৬২ রানের রেকর্ডও টপকে গিয়েছেন তিনি। এরমধ্যেই কিছুদিন আগেই ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক রানের নজির গড়েছিলেন ব্রিটিশ অধিনায়ক। ২০০২ সালে মাইকেল ভনের করা ১,৪৮১ রানের রেকর্ডটি টপকে গিয়েছিলেন রুট।
অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ৪৭৩ রান বোর্ডে তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভ স্মিথ ৯৩ রান করেন, ডেভিড ওয়ার্নার ৯৫ রান করেন। তবে শতরান হাঁকিয়েছিলেন মার্নাশ লাবুশেন। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের ডিনার ব্রেক পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৪৪ রান বোর্ডে তুলে নিয়েছে ইংল্যান্ড। অর্ধশতরান হাঁকিয়েছেন জো রুট ও ডেভিড মালান।
এদিকে, স্লো ওভার-রেটের জের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আট পয়েন্ট খোওয়াল ইংল্যান্ড। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে প্রথম টেস্টে মন্থর ওভার-রেটের জন্য ইংল্যান্ডকে এই 'জরিমানা' করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
গত শনিবার, ঘোষণা করা হয়েছিল যে ইংল্যান্ডকে ডব্লিউটিসি-র পাঁচ পয়েন্ট কমানো হবে। প্রতিটি ওভারের জন্য এক পয়েন্ট করে। পরে অবশ্য দেখা যায়, তাদের আট ওভার শর্ট রয়েছে। এই হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২১-২৩ সাইকেলে পাঁচটি টেস্টের পর ছয় পয়েন্ট রয়েছে তাদের কাছে। যার জেরে ১০ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে পয়েন্ট টেবিলে তারা সপ্তম স্থানে রয়েছে। এই নিয়ম লঙ্ঘনের জন্য ইংল্যান্ডকে তাদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানাও করা হয়েছিল।
আরও পড়ুন: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সেমিতে আজ শ্রীকান্ত-লক্ষ্য দ্বৈরথ, কখন দেখবেন?