Year Ender 2023: ফিরে দেখা চলতি বছরের সর্বাধিক ৫ ভারতীয় উইকেট শিকারির পারফরম্যান্স, তালিকায় শীর্ষে কে?
Indian Cricket Team: ক্রিকেট দলের জার্সিতে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে সবচেয়ে বেশি উইকেট ঝুলিতে পুরেছেন। তালিকায় রয়েছেন ২ জন স্পিনার ও তিন জন পেসার।
![Year Ender 2023: ফিরে দেখা চলতি বছরের সর্বাধিক ৫ ভারতীয় উইকেট শিকারির পারফরম্যান্স, তালিকায় শীর্ষে কে? Year Ender 2023 cricket top five indian wicket taker bowler in ODI get to know Year Ender 2023: ফিরে দেখা চলতি বছরের সর্বাধিক ৫ ভারতীয় উইকেট শিকারির পারফরম্যান্স, তালিকায় শীর্ষে কে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/25/ff7db70d70d3c6b92cf82da7de93eb8f1703520281382206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে। ২০২৩ সালকে বিদায় জানানোর পালা। বছর শেষে চলতি বছরের ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) সেরা পাঁচ বোলারের পারফরম্যান্স একবার বুলিয়ে নেওয়া যাক। যাঁরা এবার ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে সবচেয়ে বেশি উইকেট ঝুলিতে পুরেছেন। তালিকায় রয়েছেন ২ জন স্পিনার ও তিন জন পেসার।
কুলদীপ যাদব
চলতি বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। মোট ৩০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন কুলদীপ চলতি বছর। ২৯টি ইনিংস খেলে মোট ১৩০৬টি বল করেছেন তারকা এই লেগস্পিনার। মোট ৪৯ টি উইকেট নিয়েছেন কুলদীপ চলতি বছর। ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি তিনি। সেরা বোলিং ফিগার ২৫ রানের বিনিময়ে ৫ উইকেট।
মহম্মদ সিরাজ
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহম্মদ সিরাজ। তিনি চলতি বছরের ওয়ান ডে ফর্ম্য়াটে মোট ২৫টি ম্যাচ খেলেছেন। ২৪টি ইনিংসে বল করেছেন তিনি। মোট ১০৩৩ বল করেছেন এই হায়দরাবাদি পেসার। তিনি মোট ৪৪ উইকেট ঝুলিতে পুরেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে ২১ রানের বিনিময়ে ৬ উইকেট নেওয়া তাঁর চলতি বছরের সেরা ওয়ান ডে পারফরম্য়ান্স।
মহম্মদ শামি
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি। ভারতের এই তারকা পেসার চলতি বছরের ওয়ান ডে ফর্ম্যাটে মোট ১৯টি ম্যাচ খেলেছেন। ১৯ ইনিংসে বল করেছেন ৭৯৭টি বল করেছেন। মোট ৪৩ উইকেট চলতি বছর ওয়ান ডে ফর্ম্য়াটে নিয়েছেন বাংলার এই পেসার। বিশ্বকাপে মোট ২৪ উইকেট নিয়েছে সর্বাধিক উইকেট শিকারিও হয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার চলতি বছরের ৫৭ রানের বিনিময়ে ৭ উইকেট।
রবীন্দ্র জাডেজা
চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে মোট ২৬ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রবীন্দ্র জাডেজা। তার মধ্যে ২৩টি ইনিংসে ১১৩৯টি বল করেছেন। মোট ৩১ উইকেট নিয়েছেন তিনি। তাঁর চলতি বছরের সেরা ওয়ান ডে বোলিং পারফরম্যান্স ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেওয়া।
যশপ্রীত বুমরা
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন যশপ্রীত বুমরা। ১৭ ম্যাচে ১৬ ইনিংসে বল করেছেন এই ডানহাতি পেসার। ৭৭৩টি বল করেছেন বুমরা। তিনি মোট ২৮ উইকেট চলতি বছর ওয়ান ডে ফর্ম্যাটে। ৩৯ রানের বিনিময়ে ৪ উইকেট তাঁর এই বছরের সেরা ওয়ান ডে বোলিং পারফরম্যান্স।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)