এক্সপ্লোর
পণে আপত্তি, বিয়েতে এক টাকা নিলেন যোগেশ্বর দত্ত

নয়াদিল্লি: কুস্তির আখড়ায় যেভাবে এতদিন ধরে লড়াই করে সাফল্য পেয়েছেন, ঠিক সেভাবেই এবার পণপ্রথার বিরুদ্ধেও লড়াইয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন যোগেশ্বর দত্ত। নিজের বিয়েতে পণ নিলেন না তিনি। বদলে শ্বসুরবাড়ি থেতে নিলেন মাত্র এক টাকা। আগামীকাল হরিয়ানার কংগ্রেস নেতা জয়ভগবান শর্মার মেয়ে শীতলের সঙ্গে বিয়ে হতে চলেছে যোগেশ্বরের। তার আগে শনিবার ছিল বাগদানের অনুষ্ঠান। সেখানে কোনও উপহার নেননি ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর যোগেশ্বর। এ বিষয়ে যোগেশ্বর বলেছেন, ‘আমার পরিবারের লোকজনকেই মেয়ের বিয়ের সময় পণের টাকা জোগাড় করা নিয়ে সমস্যায় পড়তে দেখেছি। সেই কারণে ছোটবেলায় আমি দুটো প্রতিজ্ঞা করেছিলাম। একটি হল, কুস্তিতে দক্ষতা দেখাতে হবে এবং অপরটি হল, বিয়েতে কোনওরকম পণ নেব না। প্রথম প্রতিজ্ঞা পূরণ হয়েছে। এবার দ্বিতীয় প্রতিজ্ঞাও পূরণ করতে চলেছি।’
सनातन धर्म में किसी भी शुभ अवसर पर शगुन या नेग दिया जाता है,मैंने एक रुपये का शगुन स्वीकार किया है ना कि दहेज।शब्दों के चुनाव ठीक से करे। https://t.co/5hwiEWu1Fb
— Yogeshwar Dutt (@DuttYogi) January 15, 2017
সোশ্যাল মিডিয়ায় অনেকেই এক টাকা পণ নেওয়া নিয়ে যোগেশ্বরকে কটাক্ষ করছেন। তাঁদের উদ্দেশে এই কুস্তিগীরের জবাব, ‘সনাতন ধর্ম আমি এক টাকা নিয়েছি। সমালোচকদের ভেবেচিন্তে শব্দ প্রয়োগ করা উচিত।’ খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















