Virat On Harbhajan: ভাজ্জির অবসরের পর ভিডিও বার্তায় কী বললেন বিরাট?
Virat On Harbhajan:দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল। সেঞ্চুরিয়নে আগামীকাল থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে ভিডিও বার্তায় সদ্য ক্রিকেটকে বিদায় জনানো হরভজন সিংহকে শুভেচ্ছা জানালেন বিরাট।
সেঞ্চুরিয়ন: ২২ গজকে চিরতরে বিদায় জানিয়েছেন হরভজন সিংহ। প্রিয় "ভাজ্জি"-পা কে নিয়ে এবার দক্ষিণ আফ্রিকা থেকে ভিডিও বার্তা দিলেন বিরাট কোহলি। কেরিয়ারের শুরুর দিকে হরভজনের মত সিনিয়রকে পাশে পেয়েছিলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক। সেই স্মৃতি টেনে এনে বিরাট বলেন, ''দেশের হয়ে খেলা সবসময়ই আলাদা সম্মানের। কিন্তু আমি মনে করি ভাজ্জি পা তুমি যা যা অর্জন করেছ তার জন্য তোমার নিজের জন্য গর্ব হওয়া উচিত।''
বিরাট আরও বলেন, "দেশের হয়ে খেলাটা ,আর তার থেকেও বেশি এতদিন ধরে খেলা সত্যিই জীবনের অন্যতম প্রাপ্তি। ৭১১ উইকেট আন্তর্জাতিক মঞ্চে কোনও তুলনা হয় না। ভাজ্জি পা তোমার আগামী জীবনের জন্য শুভ কামনা রইল। আশা করব, তুমি আগামীতে যা করবে, তাতেই সাফল্য পাবে।"
A legend and one of the finest to have ever played the game! 🙌#TeamIndia congratulate @harbhajan_singh on a glorious career 👏👏@imVkohli | @cheteshwar1 pic.twitter.com/iefNrA4r2M
— BCCI (@BCCI) December 24, 2021
১৯৯৮। ভারতীয় দলের অধিনায়ক তখন মহম্মদ আজহারউদ্দিন। দেশের মাটিতে প্রতিপক্ষ মার্ক টেলরের অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে অভিষেক হল এক শিখ স্পিনারের। তবে আন্তর্জাতিক মঞ্চে প্রথম ম্যাচের অভিজ্ঞতা সুখকর হয়নি হরভজনের। ১৩৬ রান দিয়ে মাত্র ২ উইকেট পান ভাজ্জি। সেই টেস্ট ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।