IND vs PAK: শাহিনের বলে প্লেড-অন হয়েছিলেন, বিরাটকে খােঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের
Asia Cup 2023: নাসিম শাহকে একটি দুর্দান্ত বাউন্ডারিও হাঁকালেন। কিন্তু মাত্র ৪ রান করেই সবাইকে হতাশ করে তিনি ফিরলেন প্লে ডাউন হয়ে। শাহিন আফ্রিদির বলে ব্যাটের কানায় লেগে উইরেট ভেঙে দিল বিরাটের।
![IND vs PAK: শাহিনের বলে প্লেড-অন হয়েছিলেন, বিরাটকে খােঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের 'You can watch it on replay, but you're gone Virat': Pakistan legend roasts Kohli after falling to Shaheen in IND vs PAK IND vs PAK: শাহিনের বলে প্লেড-অন হয়েছিলেন, বিরাটকে খােঁচা প্রাক্তন পাক ক্রিকেটারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/03/7cea53465812562d4dcd080137d83d8f1693729143400206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ক্যান্ডি: না, গত বছরের রিপিট টেলিকাস্ট হল না। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৮২ রান হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। গতকালও তাঁর দিকে নজর ছিল। রোহিত শর্মা ফিরে যাওয়ার পর বিরাট যখন ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে নেমে আসছেন, তখনও পাল্লেকেলের মাঠে বিরাট বিরাট শব্দব্রহ্ম। নাসিম শাহকে একটি দুর্দান্ত বাউন্ডারিও হাঁকালেন। কিন্তু মাত্র ৪ রান করেই সবাইকে হতাশ করে তিনি ফিরলেন প্লে ডাউন হয়ে। শাহিন আফ্রিদির বলে ব্যাটের কানায় লেগে উইরেট ভেঙে দিল বিরাটের। মাঠ ছাড়ার সময় হতাশা ঝড়ে পড়ছিল প্রাক্তন ভারত অধিনায়কের মুখ থেকে। যা দেখে এবার বিরাটকে খােঁচা দিলেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিস।
ধারাভাষ্য়কার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন ওয়াকার। কোহলির মাঠ ছাড়ার সময় অভিব্যক্তি দেখে প্রাক্তন পাক অধিনায়ক বলে ওঠেন, ''তুমি রিপ্লেতে এই আউটের ক্লিপিংস আবার দেখে নিতেই পার। কিন্তু এটাই সত্যি যে বিরাট তুমি আউট হয়ে গিয়েছ।''
শনিবার এশিয়া কাপের (Asia Cup) গ্রুপ এ-তে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ১ পয়েন্ট করে পেল ভারত ও পাকিস্তান - দুই দলই। যাতে সুবিধা হল পাক শিবিরের।
নেপালের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে বিরাট ব্যবধানে জিতেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেও ১ পয়েন্ট পাওয়ায় পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়াল ৩। ২ ম্যাচে। গ্রুপ এ-র পয়েন্ট টেবিলের শীর্ষে বাবররা। এশিয়া কাপের প্রথম দল হিসাবে সুপার ফোরে পৌঁছে গেল পাকিস্তান।
রোহিত শর্মাদের অবশ্য অপেক্ষা করে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকে। নেপালের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ জিতলে রোহিতরাও জায়গা করে নিতে পারবেন সুপার ফোরে।
কিন্তু তাও করা গেল না। অঝোরে বৃষ্টিতে ম্যাচ ভেস্তেই গেল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)