IND vs SA: টেস্ট ক্রিকেটের অধঃপতনের কারণ হিসেবে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগকেই কি দায়ী করছেন এবিডি?
IND vs SA Test: দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা জিতলেও, পরের ম্যাচটি কেপটাউনে ভারতীয় দল জিতে নেয়। তবে দ্বিতীয় টেস্ট টি মাত্র দুদিন খেলা হয়েছিল।
কেপটাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল টেস্ট সিরিজে ১-১ ড্র করেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা জিতলেও, পরের ম্যাচটি কেপটাউনে ভারতীয় দল জিতে নেয়। তবে দ্বিতীয় টেস্ট টি মাত্র দুদিন খেলা হয়েছিল। টেস্ট ক্রিকেটে এমন অধঃপতনের কারণ হিসেবে এবার বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকেই দায় করছেন এবি ডিভিলিয়ার্স।
ইউটিউবে এক ভিডিও সাক্ষাৎকারে প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক বলেন, "মাত্র দুই ম্যাচের টেস্ট সিরিজ কেন খেলা হল, এটা আমি জানি না। কেন তৃতীয় একটি টেস্ট খেলা হল না তার কোন উত্তর নেই। টেস্ট ক্রিকেটের এই অধঃপতনের কারণ হিসেবে বিশ্ব ব্যাপী টি-টোয়েন্টি ফরমেট কে দায়ী করা যেতেই পারে, কিন্তু সত্যিই আমি জানিনা আসলেই দায়ী কেন বিষয়টি।"
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেখানে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে প্রোটিয়া বাহিনী। SA20- দ্বিতীয় মরশুম জানুয়ারি ১০ থেকে ফেব্রুয়ারির ১০ পর্যন্ত চলবে। এই সময়কালেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। তাই অনেক ক্রিকেটারই টি২০ বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে টেস্ট সিরিজে খেলছেন না। আনক্যাপড প্লেয়ার নেইল ব্র্যান্ড অধিনায়ক হিসেবে নামবেন। এছাড়াও ৬ জন আনক্যাপড প্লেয়ারকে দলে নেওয়া হয়েছে।
এবিডি বলছেন, "পুরো বিশ্বব্যাপী এখন টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে। সেখানে অর্থও বেশি। তাই ক্রিকেটের সিস্টেমটাও কেন জানিনা টি-টোয়েন্টিতেই নির্ভরশীল হয়ে পড়ছে। বলতে দ্বিধা নেই টেস্ট ক্রিকেটের জন্য আগামীতে ভীষণ কঠিন পরিস্থিতি আসতে চলেছে।"
উল্লেখ্য, টেস্ট সিরিজে মরণ-বাঁচন পরিস্থিতিতে দুরন্ত প্রত্যাঘাত করে ভারত। কেপ টাউনে দু'দিনের মধ্যে ৭ উইকেটে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে টেস্ট সিরিজ শেষ করল অমীমাংসিতভাবে। ইতিহাসে নাম তুলল ভারত। এশিয়ার প্রথম দল হিসাবে কেপ টাউনে টেস্ট ম্যাচ জিতলেন রোহিত শর্মারা। মাথা উঁচু করেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন রোহিত-বিরাট কোহলিরা।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন মহম্মদ সিরাজ। ১৫ রানে ৬ উইকেট নিয়ে তছনছ করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। হায়দরাবাদের পেসারের দাপটে ঘরের মাঠে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর যা টেস্টে প্রোটিয়াদের সর্বনিম্ন ইনিংস।