![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Yuvraj Writes to Kohli: ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো, কোহলিকে উপহার পাঠিয়ে লিখলেন যুবরাজ
Yuvraj Singh and Virat Kohli: প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ খোলা চিঠি দিলেন বিরাট কোহলিকে। বিরাটকে এক জোড়া নতুন সোনালি জুতোও উপহার দিয়েছেন যুবরাজ।
![Yuvraj Writes to Kohli: ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো, কোহলিকে উপহার পাঠিয়ে লিখলেন যুবরাজ You inspire every young kid in this country, Yuvraj writes an emotional letter to Kohli Yuvraj Writes to Kohli: ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো, কোহলিকে উপহার পাঠিয়ে লিখলেন যুবরাজ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/22/dd74745793b9f1de601f70b35dd10f46_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: বিরাট কোহলি (Virat Kohli) আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার বহু আগে ভারতীয় ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠেছেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)। টিম ইন্ডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। ২০১১ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল যুবির। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছিলেন পঞ্জাবের এই ক্রিকেটার।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ খোলা চিঠি দিলেন বিরাট কোহলিকে। কোহলির উদ্দেশে চিঠিতে তিনি লিখেছেন, 'বিরাট, আমি তোমার কেরিয়ার এবং তোমার ব্যক্তিত্বকে ফুটে উঠতে দেখেছি। তুমি যুব ক্রিকেটার হিসেবে শুরু করেছিলে যে এক সময় দুর্দান্ত খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটত, এখন সে নিজেই একজন দুর্দান্ত ক্রিকেটারের তালিকায় অন্তর্ভুক্ত। এখন তুমি নতুন খেলোয়াড়দের পথ দেখাচ্ছ।''
যুবরাজের সঙ্গে বেশ মধুর সম্পর্ক ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলির। ক্রিকেট থেকে অবসর নিলেও ভাতৃসম বিরাটের সঙ্গে বেশ ভাল মতোই যোগাযোগ রয়েছে যুবির। ভারতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে তরুণ বিরাটের বেড়ে ওঠার সাক্ষী যুবি। আধুনিক ভারতীয় ক্রিকেটকে অন্যস্তরে নিয়ে গিয়েছেন বিরাট।
যুবরাজ বিরাটকে এক জোড়া নতুন সোনালি জুতোও উপহার দিয়েছেন। কোহলিকে লেখা চিঠি, নতুন জুতো এবং দু’জনের ছবি দিয়ে একটি ট্যুইটও করেছেন যুবরাজ।
কোহলিকে ট্যাগ করে যুবরাজ লিখেছেন, ‘‘দিল্লির সেই ছোট্ট ছেলেটাকে এই বিশেষ জুতো জোড়া দিতে চাই। তোমার ক্রিকেট জীবন উপভোগ করো। অধিনায়ক হিসেবে তুমি বিশ্বের লক্ষ লক্ষ ভক্তের মুখে হাসি ফুটিয়েছ। আশা করব তুমি যেমন ছিলে তেমনই থাকবে। যে ভাবে খেলছিলে সে ভাবেই খেলবে। ভেতরের আগুনটা একইভাবে জ্বালিয়ে রাখো। দেশকে আরও গর্বিত করবে।’’
ভারতীয় দল ছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে তাঁরা একসঙ্গে খেলেছেন। যুবরাজ লিখেছেন, ‘‘বিরাট আমি তোমাকে এক জন ক্রিকেটার এবং মানুষ হিসেবে গড়ে উঠতে দেখেছি। সে দিনের নেটের সেই ছোট্ট ছেলেটা এখন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তুমি এখন নিজেই কিংবদন্তি।"
আরসিবি থেকেও যুবির চিঠি আর উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)