Siraj on Kohli: ''তুমি সবসময় আমার ক্যাপ্টেন থাকবে'', বিরাটকে নিয়ে আবেগঘন পোস্ট সিরাজের
Siraj on Kohli: ক্রিকেট হোক বা ক্রিকেটের বাইরে সব ফিল্ড থেকেই প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়েছে। বিভিন্ন পোস্ট করা হয়েছে। এবার বিরাট কোহলিকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন মহম্মদ সিরাজ।
পার্ল: টেস্ট বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর থেকেই তাঁকে নিয়ে একের পর এক পোস্ট দেখা গিয়েছে। ক্রিকেট হোক বা ক্রিকেটের বাইরে সব ফিল্ড থেকেই প্রাক্তন অধিনায়ককে শুভেচ্ছা জানানো হয়েছে। বিভিন্ন পোস্ট করা হয়েছে। এবার বিরাট কোহলিকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন মহম্মদ সিরাজ। ভারতীয় দলের এই তরুণ পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাটের নেতৃত্বেই। নিজের ইনস্টাগ্রামে বিরাটের সঙ্গে একটি ছবি পোস্ট করে সিরাজ লেখেন, ''আমার সুপার হিরো, কোনও ধন্যবাদই তোমার জন্য যথেষ্ট নয়, যেভাবে তুমি আমার পাশে দাঁড়িয়েছ, আমাকে সমর্থন করেছ তার জন্য। তুমি সবসময় আমার কাছে বড়ভাইয়ের মতো ছিলে। আন্তরিক ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য। আমার ওপর ভরসা রাখার জন্য়। এতগুলো বছর ধরে আমার পাশে থাকার জন্য়, এমনকী যখন আমি খারাপ সময়ের মধ্যে ছিলাম তখনও। তুমি সবসময় আমার ক্যাপ্টেন থাকবে।''
উল্লেখ্য, গত শনিবার, টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে ৭ বছর ধরে কঠোর পরিশ্রম, সাধনা ও অক্লান্ত অধ্যাবসায় লেগেছে। পুরোপুরি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিছুই বাদ দিইনি। কিন্তু সব কিছুরই শেষ থাকে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে আমার ইতি টানার সময় হয়েছে। অনেক ভালর পাশাপাশি কিছু খারাপ সময়ও গিয়েছে। কিন্তু কখনও প্রচেষ্টা ও বিশ্বাসের অভাব ছিল না। আমি সব সময় যা করি তাতে একশো কুড়ি শতাংশ দেওয়ায় বিশ্বাসী আর যদি সেটা না পারি, তাহলে জানি সেটা ঠিক নয়। মনের দিক থেকে আমি পুরোপুরি স্বচ্ছ আর দলের কাছে সৎ থাকতে চাই’।
প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি। তারপর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলের নির্বাচনের আগে তাঁকে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক ঘোষণা করা হয়। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দাবি করেন, বিরাটকে টি-টোয়েন্টি নেতৃত্ব না ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু বিরাট শোনেননি। যদিও সেই মত খণ্ডন করে বিরাট জানিয়েছিলেন যে, তাঁকে কোনও অনুরোধ করা হয়নি। পরে প্রধান নির্বাচক চেতন শর্মা সৌরভের সুরেই বলেছিলেন যে, কোহলিকে ভেবে দেখার অনুরোধ করা হলেও তিনি টি-টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছিলেন। আর সীমিত ওভারের ক্রিকেটে একজন অধিনায়ক রাখা হবে বলেই ওয়ান ডে নেতৃত্ব থেকে তাঁকে সরানো হয়।