এক্সপ্লোর
Advertisement
আমি নিশ্চিত, আপনারা দারুণ বাবা-মা হবেন, বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা মোদির
গত ২৭ আগস্ট দুনিয়াব্যাপী অসংখ্য ভক্ত, অনুরাগীদের খুশির খবরটা প্রথমটা দেন বিরাট, অনুষ্কা। জানান, প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে, অপেক্ষায় আছেন তাঁরা।
নয়াদিল্লি: বাবা-মা হওয়ার আগে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা, আশীর্বাদ পেলেন বিরাট-অনুষ্কা। ২০২১-এর জানুয়ারিতে নতুন সদস্য আসছে বিরাট, অনুষ্কার সংসারে। প্রথম সন্তান আসছে ওঁদের ঘর আলো করে। বৃহস্পতিবারই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর ৭০-তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি ট্যুইট করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির খুব ভাল জন্মদিন কাটুক, কামনা করি। জবাবে হবু বাবা-মা, কোহলি দম্পতিকে পাঠানো শুভেচ্ছাবার্তায় তাঁরা চমত্কার অভিভাবক হয়ে উঠবেন বলেও ট্যুইট করেন প্রধানমন্ত্রী। লেখেন, আঅ্যাম বিরাট কোহলিকে ধন্যবাদ। অনুষ্কা শর্মা ও আপনাকেও অভিনন্দন জানাতে চাই। আমি নিশ্চিত, আপনারা দারুণ বাবা-মা হয়ে উঠবেন।
Thank you @imVkohli! I would also like to congratulate @AnushkaSharma and you. I am sure you will be amazing parents! https://t.co/6IsTEGOhAS
— Narendra Modi (@narendramodi) September 17, 2020
গত ২৭ আগস্ট দুনিয়াব্যাপী অসংখ্য ভক্ত, অনুরাগীদের খুশির খবরটা প্রথমটা দেন বিরাট, অনুষ্কা। জানান, প্রথম সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে, অপেক্ষায় আছেন তাঁরা। নিজ নিজ সোস্যাল মিডিয়া হ্যান্ডলেও খুশির খবর শেয়ার করে একটি সুন্দর ছবি পোস্ট করেন, যাতে দেখা যায় অনুষ্কা তাঁর বেবি বাম্প দেখিয়ে বার্তা দিচ্ছেন, তিনি মা হতে চলেছেন।
বিরাট, অনুষ্কার বিয়ে হয় ২০১৭র ১১ ডিসেম্বর। অর্থাত বিয়ের প্রায় চার বছরের মাথায় বাবা-মা হচ্ছেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট কাপল।
বিরাট এখন আছেন সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২০ টি-২০র জন্য। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। তারপর নতুন বছরের প্রথম মাসেই পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাবেন তিনি ও অনুষ্কা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
ক্রিকেট
জেলার
Advertisement