এক্সপ্লোর
৯ বছর আগেই রোহিতের বিয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন যুবরাজ!

নয়াদিল্লি: ক্রিকেটার যুবরাজ সিংহ খেলার মাঠে বহুবার তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি যে ভবিষ্যৎবাণীতেও দক্ষ, সেটা এতদিন কারও জানা ছিল না। সোমবার রোহিত শর্মার ট্যুইটে সে কথা জানা গেল। যুবরাজের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রোহিত বলেছেন, ৯ বছর আগেই তাঁর বিয়ের সফল ভবিষ্যৎবাণী করেছিলেন যুবরাজ। গত বছরের ডিসেম্বরে রিতিকা সজদের সঙ্গে বিয়ে হয় রোহিতের। যুবরাজ সম্প্রতি বিয়ে করেছেন। এই দুই ক্রিকেটারই এখন জাতীয় দলের বাইরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পায়ে চোট পেয়েছিলেন রোহিত। সেই চোট সারতে এখনও প্রায় এক মাস সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে খেলার সুযোগ না পেলেও, হতাশ হয়ে পড়েননি রোহিত। তিনি যুবরাজকে নস্ত্রাদামুসের সঙ্গে তুলনা করেছেন।
Happy birthday @YUVSTRONG12 my Nostradamus who predicted I'd marry @ritssajdeh 9 years ago. May this year be the best one yet Brothaman pic.twitter.com/8dN0OYN0nQ
— Rohit Sharma (@ImRo45) December 12, 2016
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















