এক্সপ্লোর
Advertisement
এই প্রথম বল-বিকৃতি হল না, স্মিথের পাশে দাঁড়িয়ে মন্তব্য যুবরাজের
নয়াদিল্লি: বল-বিকৃতির দায়ে নির্বাসিত স্টিভ স্মিথের পাশে দাঁড়ালেন যুবরাজ সিংহও। তিনি ট্যুইট করে বলেছেন, ‘স্টিভ স্মিথকে এই অবস্থায় দেখে একটু দুঃখই হচ্ছে। আমরা সবাই জানি ও ভুল করেছে। তার ফল ভোগ করতে হচ্ছে ওকে। কিন্তু ভুলে গেলে চলবে না, ও একজন মহান ব্যাটসম্যান এবং ভাল ছেলে। ও অস্ট্রেলিয়ার ক্রিকেটকে অনেক গৌরব উপহার দিয়েছে। স্মিথই প্রথম ক্রিকেটার নয় যে বল-বিকৃতি করল।’
To be honest it’s a bit sad to see @stevesmith49 like this Yes we all know he made a mistake and he is bearing the consequences for it but let’s not forget he’s been a great batsman and a good guy who’ got a lot of glory to Aus cricket also not the first person to tamper the ball
— yuvraj singh (@YUVSTRONG12) March 30, 2018
যুবরাজের পাশাপাশি স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের পাশে দাঁড়িয়েছেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তিনি ট্যুইট করে বলেছেন, ‘সারা বিশ্ব তোমাকে কাঁদতে দেখতে চায়। তুমি একবার কেঁদে ফেললে ওরা সন্তুষ্ট হবে এবং তারপর আনন্দে থাকবে। আশা করি সহমর্মিতা শুধু একটা শব্দ নয়, মানুষের মধ্যে এটা এখনও আছে। ঈশ্বর যেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার শক্তি দেন। ডেভিড ওয়ার্নারেরও লড়াই করার শক্তি দরকার। আশা করি, অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সংগঠন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সাহায্য করবে।’
Watching #stevensmith apologise and look broken is very sad. I’m sure the fans will forgive him . He looks beyond remorseful I hope and pray he will come out of this ordeal a better cricketer. The mental the emotional trauma I’m sure is bigger then Any ban. pic.twitter.com/FsDJcVs8Er
— Varun DAN Dhawan (@Varun_dvn) March 29, 2018
বলিউড তারকা বরুণ ধবনও নির্বাসিত হওয়া স্মিথের পাশে দাঁড়িয়েছেন। তিনি আশাপ্রকাশ করেছেন, ক্রিকেটপ্রেমীরা এই ঘটনার জন্য স্মিথকে ক্ষমা করে দেবেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement