Yuvraj Singh: হয়তো পরের জন্মে ৭ বছর দ্বাদশ ব্যক্তি হয়ে থাকতে হবে না, নিয়মিত টেস্ট খেলার সুযোগ না পাওয়ায় হতাশা প্রকাশ যুবরাজের
Yuvraj Singh on Test Career: বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার আফশোস রয়েছে যুবরাজ সিংহের।
নয়াদিল্লি: প্রায় দু’বছর হতে চলল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু এখনও বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার জন্য হতাশা ও আফশোস যাচ্ছে না ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহের। সে কথা প্রকাশ্যেই বলে ফেললেন ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের নায়ক।
উইজডেন ইন্ডিয়া-র পক্ষ থেকে একটি ট্যুইট করে ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে প্রশ্ন রাখা হয়, ‘কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরও বেশি টেস্ট ম্যাচ খেলুন, এটা আপনারা চাইতেন?’ এই ট্যুইটে যুবরাজেরই ছবি দেওয়া হয়। জবাবে এই তারকা অলরাউন্ডার লেখেন, ‘হয়তো পরের জন্মে! যখন আমাকে ৭ বছর ধরে দ্বাদশ ব্যক্তি হয়ে থাকতে হবে না।’
একদিনের ও টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে ভারতের অন্যতম সফল ক্রিকেটার যুবরাজ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম তারকা তিনি। এই দুই প্রতিযোগিতাতেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান। কিন্তু সীমিত ওভারের ফর্ম্যাটে দুর্দান্ত সফল এই ক্রিকেটার বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি। ১৭ বছর ধরে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেও, তিনি মাত্র ১৭টি টেস্ট ম্যাচ খেলেন। ৩৩.৯২ গড়ে তাঁর রান ১,৯০০। শতরান তিনটি এবং অর্ধশতরান ১১টি। সর্বোচ্চ স্কোর ১৬৯। টেস্টে ১০টি উইকেট নেন যুবরাজ। তিনি কোনওদিনই টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি। এই প্রাক্তন ক্রিকেটার বুঝিয়ে দিলেন, টেস্টে নিজের সেরা পারফরম্যান্স দেখানোর সুযোগ না পাওয়ায় তিনি হতাশ।
৩০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে যুবরাজের রান ৮,৭০১। ব্যাটিং গড় ৩৬.৫৫। সর্বোচ্চ স্কোর ১৫০। শতরান ১৪টি এবং অর্ধশতরান ৫২টি। একদিনের আন্তর্জাতিকে ১১১টি উইকেট নেন তিনি।
৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ১,১৭৭ রান করেন যুবরাজ। ব্যাটিং গড় ২৮.০২। অর্ধশতরান ৮টি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৭৭। আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৯টি উইকেট নেন তিনি। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা মারেন তিনি। কিন্তু এই তারকা ক্রিকেটার টেস্টে সেভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি।