দাদাগিরি কী? সৌরভকে প্রশ্ন লারার, ট্রোল করলেন যুবরাজ
ব্রায়ান লারা সৌরভকে প্রশ্ন করেন ‘দাদাগিরি কী’?
কলকাতা: বাংলা টেলিভিশনের জনপ্রিয় ক্যুইজ শো-এর অষ্টম মরশুম শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত সপ্তাহে সেই ক্যুইজ শো-এর শ্যুটিংয়ের একটি ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ‘কলকাতার মহারাজ’। ওই পোস্ট দেখার পর ক্যারিবিয়ান ক্রিকেটের মুকুটহীন সম্রাট ব্রায়ান লারা সৌরভকে প্রশ্ন করেন ‘দাদাগিরি কী’? যার উত্তরে সৌরভ লেখেন, “চ্যাম্প এটা একটা রিয়্যালিটি গেম শো, যেটা বিগত সাত বছর ধরে আমি সঞ্চালনা করছি।” লারাকে সৌরভ জিজ্ঞেস করেন, “তুমি কেমন আছো? এখন কোথায় আছো।”
View this post on Instagram
ওই একই পোস্টে যুবরাজও কমেন্ট করেন। সেখানে লারাকে ট্যাগ করে যুবি লেখেন, “আসলে উঁনি (সৌরভ গাঙ্গুলি) একজন মস্তান এবং ইয়ংস্টারদের ওপর মস্তানি করেন।” যার উত্তরে যুবিকে ট্যাগ করে লারা লিখেছেন, “শাসক”। সঙ্গে পোস্ট করেছেন দুটি লাভ ইমোজিও।
উল্লেখ্য, বিগত ৮ জুলাই নিজের ৪৭তম জন্মদিনে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মহাতারকার থেকে এই ‘উপহার’ পেয়ে খুশি তাঁর অনুরাগীরাও। সপ্তাহ দুয়ের মধ্যেই দেড় লাখের ওপর ফলোয়ারও জুটিয়ে নিয়েছেন সৌরভ। ফেসবুক ও ট্যুইটারের মতো সোশ্যাল মাধ্যমেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তার ওপর যুবির এই ট্রোলিংয়ের পর সৌরভের ইনস্টা অ্যাকাউন্টে অনুরাগীদের আনোগোনা আরও বাড়ছে।