এক্সপ্লোর
ক্যান্সার, অটিজম আক্রান্ত শিশুদের সঙ্গে সময় কাটালেন যুবরাজ

ভুবনেশ্বর: ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ক্যান্সার ও অটিজম আক্রান্ত শিশুদের সঙ্গে সময় কাটালেন যুবরাজ সিংহ। তাঁর সঙ্গে ছিলেন দুই প্রাক্তন ক্রিকেটার দেবাশিস মোহান্তি ও শিবসুন্দর দাস। বেশ কিছুক্ষণ অসুস্থ শিশুদের সঙ্গে কথা বলেন যুবরাজ। তাঁকে পেয়ে শিশুরা খুশি। যুবরাজ নিজে ক্যান্সারকে জয় করেছেন। জাতীয় দলে ফিরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। গতকাল কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান করে ভারতকে একদিনের সিরিজ জিতিয়েছেন যুবরাজ। এরপর আজ তৃতীয় একদিনের ম্যাচ খেলার জন্য কলকাতা আসার আগে অসুস্থ শিশুদের আনন্দ দিলেন যুবি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















