এক্সপ্লোর
২০২১-এর বিধানসভা ভোটে তারকাদের টানার কৌশল বিজেপির, সেলিব্রিটিদের টিকিটও দেব, সরকার গড়লে মন্ত্রিত্ব, বললেন রাহুল সিনহা
অতীতে কুমার শানু, বাপি লাহিড়ি, পি সি সরকার, মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো কয়েকজন ছাড়া আর বিশেষ কাউকে সক্রিয়ভাবে দলের কাজে নামতে দেখা যায়নি। বিজেপি সূত্রে দাবি, এবার ভোটপ্রচারের পাশাপাশি সেলিব্রিটিদের দলের কাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।

কলকাতা: লোকসভায় দেব, শতাব্দী, নুসরত থেকে মিমি চক্রবর্তী। বিধানসভায় দেবশ্রী রায় থেকে চিরঞ্জিৎ। এ রাজ্যে তৃণমূলের সাংসদ, বিধায়ক তালিকায় তারকার ছড়াছড়ি। পাল্টা ২০২১-এর বিধানসভা ভোটের আগে এবার তারকাদের পদ্ম-মুখী করতে টোপ ফেলতে শুরু করল গেরুয়া শিবির। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন, শুধু দলে নেওয়াই নয়, সেলিব্রিটিদের টিকিটও দেব বিধানসভা ভোটে। তাঁরা আসুন। যদি সরকার গড়তে পারি, তাদের জন্য মন্ত্রিত্বের সম্ভাবনাও রয়েছে। অতীতে কুমার শানু, বাপি লাহিড়ি, পি সি সরকার, মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু লকেট চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায়ের মতো কয়েকজন ছাড়া আর বিশেষ কাউকে সক্রিয়ভাবে দলের কাজে নামতে দেখা যায়নি। বিজেপি সূত্রে দাবি, এবার ভোটপ্রচারের পাশাপাশি সেলিব্রিটিদের দলের কাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ শুধু মুখ দেখানো নয়, রাস্তার লড়াইয়েও তাঁদের ব্যবহার করতে চায় গেরুয়া শিবির। লোকসভা ভোটে বিজেপি এরাজ্যে ১৮টি আসনে জেতার পরও টালিগঞ্জের একঝাঁক কলাকুশলী গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। টালিগঞ্জের আরও কিছু মুখকে নিয়ে চলছে জোর জল্পনা। বিশেষ করে মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীর দিনই রাজভবনের প্রীতি সম্মেলনে উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়রা, যা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। বিজেপি সূত্রের দাবি, তারকাদের কথা কথা মাথায় রেখে আলাদা সেল তৈরি করা হচ্ছে। দলের বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে শিল্পীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ইতিমধ্যে বিজেপি প্রভাবিত সংগঠন ‘বঙ্গপ্রয়াস’-এর তরফে অভিনয় জগতের কলাকুশলীদের সম্মানিত করা হয়। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, সেলিব্রিটিরা আগেও এসেছেন। তাঁদের তো উপযুক্ত পরিবেশ দিতে হবে, সেকারণে আমরা বিশেষ সেল তৈরি করছি। ফ্যাশন ডিজাইনার ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের অভিমত, সেলিব্রিটিরা দলে এলে দলের উচিত তাঁদের জনপ্রিয়তা কাজে লাগানো। ওঁদের মার্কেটিংয়ের কাজে লাগাতে হবে। তবে বিজেপি সেলিব্রিটিদের কথা মাথায় রেখে ঘুঁটি সাজালেও তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই কৌশলে গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, অনেক আগে ছিল। ভিক্টর ছিল। লকেট-রূপা আছে। কিন্তু কিছু করতে পারবে না। জর্জ বেকার আছে। আগে এতগুলো সিটে প্রার্থী দিক, তারপর বুঝব। বিজেপিকে কটাক্ষ করেছে বাম-কংগ্রেসও। সিপিএম নেতা শমীক লাহিড়ি বলেন, ওরা ২০২১ পর্যন্ত ডুবন্ত নৌকো হয়ে যাবে। কে প্রার্থী হবে পরের কথা। যাদের নীতি থাকে না, তাদের প্রার্থী করে লাভ করতে চাইছে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, এটা দলের ব্যাপার। কেউ কাউকে প্রার্থী করতেই পারে। কিন্তু, সেলিব্রিটিদের দেখে লোকে ভোট দেবে বলে মনে হয় না। ২০২১-এর লড়াই মেগাফাইট। এখন তৃণমূল-বিজেপির তারকাদের লড়াই তাতে কতটা জৌলুস যোগ করতে পারে, সেটাই দেখার।
State (State) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















