Earn Money On Twitter: ট্যুইটার থেকে আয়ের সুযোগ পাবেন ক্রিয়েটররা, পূরণ করতে হবে কোন কোন শর্ত?
Twitter: X Blue এবং Verified Organisation- এই দুইয়ের জন্য অত্যন্ত সহজ-সরল পদ্ধতিতে নতুন সুবিধা চালু করতে চলেছে সংস্থা।
![Earn Money On Twitter: ট্যুইটার থেকে আয়ের সুযোগ পাবেন ক্রিয়েটররা, পূরণ করতে হবে কোন কোন শর্ত? 500 followers, 15 million impressions in 3 months and other things you need to earn money on Twitter Earn Money On Twitter: ট্যুইটার থেকে আয়ের সুযোগ পাবেন ক্রিয়েটররা, পূরণ করতে হবে কোন কোন শর্ত?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/05/5b97c0e52e6a76134b32bc3ccd94d3351667620866645566_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Earn Money On Twitter: সম্প্রতি ট্যুইটারের লোগো (Twitter Logo) পরিবর্তন করেছেন মালিক এলন মাস্ক (Elon Musk)। জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের পেরেন্ট কোম্পানি যার আগের নাম ছিল সেটাও পরিবর্তন হয়ে লোগো অনুসারে হয়েছে X। এই সংস্থা এবার ক্রিয়েটরদের জন্য নতুন প্রোগ্রাম লঞ্চ করেছে। বিজ্ঞাপনের আয়ের মাধ্যমে ক্রিয়েটররাও যাতে ট্যুইটার থেকে অর্থ উপার্জন করতে পারেন, সেই ব্যবস্থাই নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে 'ব্লু সাবস্ক্রাইবারদের' জন্য এই নতুন সুযোগ চালু হয়েছে। তবে এর জন্য ইউজারদের নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। সবার আগে ইউজারদের প্রয়োজন X Blue সাবস্ক্রিপশনের। এছাড়াও শেষ তিনমাসের পোস্টে থাকতে হবে ১৫ মিলিয়ন ইম্প্রেশন। এছাড়াও প্রয়োজন অন্তত ৫০০ জন ফলোয়ার। X Blue এবং Verified Organisation- এই দুইয়ের জন্য অত্যন্ত সহজ-সরল পদ্ধতিতে নতুন সুবিধা চালু করতে চলেছে সংস্থা।
একবার ট্যুইটারের শর্তাবলী পূরণ করতে পারলে এবং এই প্রোগ্রামে ক্রিয়েটররা যুক্ত হতে পারলে যদি তাঁদের আয় ৫০ ডলারের বেশি হয়, তাহলে তাঁরা পেআউট পেতে পারেন। অর্থাৎ ট্যুইটার টাকা দেবে ক্রিয়েটরদের। তবে কোন পদ্ধতিতে এই পেআউটের পরিমাণ ঠিক করা হবে তা এখনও জানায়নি X কর্তৃপক্ষ। ক্রিয়েটরদের মধ্যে যাঁরা ট্যুইটারের সমস্ত শর্তাবলী পূরণ করবেন এবং নিজেদের পেআউট সম্পর্কিত বিবরণ দেবেন, সেইসব ইউজাররা ৩১ জুলাই থেকে টাকা পেতে শুরু করবেন, এমনটাই জানা গিয়েছে। X Blue লঞ্চ করার মাধ্যমে ক্রিয়েটরদের আয়ের নতুন রাস্তা খুলে দিচ্ছে ট্যুইটার।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে প্রথম এলন মাস্ক একথা ঘোষণা করেছিলেন যে বিজ্ঞাপনের মাধ্যমে ক্রিয়েটররা অর্থ উপার্জনের সুযোগ পাবেন ট্যুইটারের মাধ্যমে। এরপর গত ১৪ জুলাই ad revenue-sharing program চালু হয়েছে। একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে এই প্রোগ্রাম। তবে ক্রিয়েটরদের আয়ের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই প্রোগ্রামের মধ্যে। জানা গিয়েছে, এই অ্যাড-রেভিনিউ প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটররা বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ পাবেন। এইসব বিজ্ঞাপন দেখা যাবে ক্রিয়েটরদের ট্যুইটের কমেন্টে। ব্লু টিকের জন্য যাঁরা টাকা দিয়েছেন সেইসব ভেরিফায়েড ইউজারদের জন্য এই প্ল্যান প্রযোজ্য।
ক্রিয়েটররা স্বাধীনভাবে Ads Revenue Sharing এবং Creator Subscriptions- এই সেটআপগুলি তৈরি করতে পারবেন। আয়ের পরিমাণ অর্থাৎ অর্থ পাওয়ার জন্য ক্রিয়েটরদের একটি Stripe অ্যাকাউন্ট থাকতে হবে। সেখানেই ক্রিয়েটররা পাবেন তাঁদের পেআউট। এই অ্যাড রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম যেকোনও মুহূর্তে পরিবর্তন করার বা বন্ধ করার ক্ষমতা রয়েছে X কর্তৃপক্ষের হাতে। তবে শেষ পর্যন্ত ক্রিয়েটরদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে টাকা উপার্জনের সুযোগ দিচ্ছে ট্যুইটার।
আরও পড়ুন- নখদর্পণে খবরের খুঁটিনাটি, খবর পড়বেন আইরা, ABP Network-এর AI সঞ্চালিকা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)