7th Pay Commission: ৯ হাজার টাকা বাড়তে পারে বেতন, কেন্দ্রীয় সরকারি কর্মীরা কবে পাবেন সুখবর ?
Salary News: শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার দিতে পারে মোদি সরকার। আরও বাড়তে পারে কর্মীদের বেতন।
Salary News: শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় উপহার দিতে পারে মোদি সরকার। আরও বাড়তে পারে কর্মীদের বেতন। রিপোর্ট বলছে, ৯ হাজার টাকার বেশি বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। কেন্দ্রীয় সরকারের নিয়মে পরিবর্তন হলেও বাস্তব হবে নতুন স্যালারি।
7th Pay Commission: এই বিষয়ে ২০১৬ সালে একটি নিয়ম করেছিল সরকার। এই নিয়মে বলা হয়েছিল, মহার্ঘ ভাতা ৫০ শতাংশ হওয়ার সাথে সাথে তা শূন্যে নামিয়ে আনা হবে। যার ফলে কর্মচারীদের মূল বেতন যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। বুঝে নিন, সরকারি নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ ডিএ কখন ও কতবার বাড়ানো যেতে পারে।
Salary News: শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়তে পারে
সপ্তম বেতন কমিশনের সময় কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বাড়ায়। কিছু মিডিয়া রিপোর্টে বলছে, এর পরে কেন্দ্রীয় সরকার জুলাই মাসে যে কোনও সময় ডিএ বাড়াতে পারে। এই বৃদ্ধি হবে ৪ শতাংশ। অর্থাৎ বর্তমানে ৪২ শতাংশ ডিএ পাচ্ছেন এবং ৪ শতাংশ বাড়ানোর পর তা হবে ৪৬ শতাংশ। একই সময়ে, কেন্দ্রীয় সরকার ৬ মাস পরে এটি আরও একবার ৪ শতাংশ বাড়াতে পারে। এক্ষেত্রে কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছবে। সেই ক্ষেত্রে ২০১৬ সালের সরকারের নিয়ম প্রযোজ্য হবে।
7th Pay Commission: মূল বেতন বৃদ্ধি হবে?
২০১৬ সালে যখন সপ্তম বেতন কমিশন কার্যকর করা হয়েছিল, তখন কেন্দ্রীয় সরকার মূল বেতনের সঙ্গে আগের মহার্ঘ ভাতা যুক্ত করেছিল। তারপরে নতুন মহার্ঘ ভাতার উপর ভিত্তি করে বেতন বৃদ্ধি করেছিল। এখন আবার এই নিয়ম প্রয়োগ করা যেতে পারে। মূল বেতনে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা যোগ করা যাবে। এর পর আরও মহার্ঘ ভাতা শূন্য থেকে বাড়ানো হবে।
কর্মচারীদের বেতন কত বাড়বে?
পে-ব্যাড লেভেল ওয়ানের কর্মচারীদের মূল বেতন ১৮ হাজার টাকা। আপনি যদি এই হিসাব করেন, আপনি মহার্ঘভাতা হিসাবে ৭৫৬০ টাকা পাবেন। এই হিসাব যদি ৫০ শতাংশ মহার্ঘ ভাতার উপর করা হয়, তাহলে তা হবে ৯০০০ টাকা। অর্থাৎ মোট বেতন বাড়বে ৯ হাজার টাকা। অর্থাৎ ১৮ হাজার বেতন বেড়ে ২৭ হাজার টাকা হবে। এর পর মহার্ঘ ভাতা বাড়ানো হবে।