Laptop vs Desktop: ল্যাপটপ না ডেস্কটপ থাকলে ভাল, জেনে নিন উভয়ের সুবিধা- অসুবিধা
Desktop Advantage: ল্যাপটপ ও কম্পিউটার কিনতে গিয়ে অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই। বিশেষ করে করোনার পর এখন এগুলির ব্যবহার বেড়েছে।

Desktop Advantage: ল্যাপটপ ও কম্পিউটার কিনতে গিয়ে অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই। বিশেষ করে করোনার পর এখন এগুলির ব্যবহার বেড়েছে। সেটা অনলাইন ক্লাসের জন্য হোক বা ঘরে বসে কাজ করার জন্য হোক না কেন। উভয়ের জন্য একটি সিস্টেম প্রয়োজন। আমরা আপনাকে ল্যাপটপ ও ডেস্কটপের সুবিধা ও অসুবিধাগুলি জানাচ্ছি।
Laptop vs Desktop: ডেস্কটপ কম্পিউটার
একে ডেস্কটপ বা ব্যক্তিগত কম্পিউটারও বলা হয়। এতে বিভিন্ন যন্ত্রাংশ (মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ) যোগ করে সিস্টেমকে একত্রিত করা হয় । একটি টেবিলে রেখে কাজ করা যায় এই ডেক্সটপের মাধ্যমে। তবে এটি কোথাও নিয়ে যাওয়া সম্ভব নয়।
ল্যাপটপ
ল্যাপটপ ডেস্কটপের উন্নত সংস্করণ। তবে এর সাইজ একটি রেজিস্টারের মতো। যার ওজনও খুব কম। আপনি এটি আপনার সঙ্গে যেকোনও জায়গায় নিয়ে যেতে পারেন। এটা নিয়ে কাজ করার জন্য এক জায়গায় বসে থাকার দরকার নেই। আপনি আপনার সুবিধামতো যেকোন জায়গায় বসে কাজ করতে পারেন।
Laptop vs Desktop: ডেস্কটপ ও ল্যাপটপের মধ্যে পার্থক্য
১ দামের দিক থেকে ল্যাপটপ ডেস্কটপের চেয়ে দামী।
২ কাজে বাইরে যাওয়ার সময় ল্যাপটপ সঙ্গে নিয়ে যেতে পারেন। ডেস্কটপ নিয়ে চলাফেরা সম্ভব নয়।
৩ আপনি যদি হাই ডেফিনিশনের কাজ করেন (যেমন ভিডিও এডিটিং, গেমিং, অ্যানিমেশন ডিজাইনিং, প্রোগ্রামিং), তাহলে ডেস্কটপ আপনার জন্য সেরা অপশন। ল্যাপটপের কাজের ক্ষমতা সীমিত।
৪ ল্যাপটপের তুলনায়, ডেস্কটপ আপগ্রেড অনেক সহজ ও খরচ কম।
৫ যেকোনও ধরনের ত্রুটির ক্ষেত্রে ডেস্কটপ মেরামত করা সহজ ও সস্তা। অন্যদিকে ল্যাপটপ খুবই ব্যয়বহুল।
৬ ডেস্কটপে, আপনি আপনার পছন্দ মতো স্ক্রিন ছোট বা বড় রাখতে পারেন। ল্যাপটপে স্ক্রিন ঠিক করা আছে।
৭ ব্যাটারির কারণে লাইট নিভে গেলেও ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ ব্যবহার করতে পারেন। যখন ডেস্কটপ ইউপিএস দিয়ে কিছু সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন : 5G Supported Smartphones:কোন কোন মোবাইলে চলবে ৫জি, দেখে নিন পুরো তালিকা























