Alcatel V3 5G Series: ফরাসি সংস্থা একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করতে চলেছে ভারতে, কেনা যাবে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে, কী কী ফিচার থাকতে চলেছে?
Alcatel V3 5G Series India Launch: Alcatel ভি৩ প্রো ৫জি এবং Alcatel ভি৩ ক্লাসিক ৫জি ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলেছে Alcatel ভি৩ আলট্রা ৫জি ফোনও। আগামী ২৭ মে এই তিনটি ফোন লঞ্চ হতে চলেছে দেশে।

Alcatel V3 5G Series: ভারতে লঞ্চ হতে চলেছে Alcatel সংস্থার স্মার্টফোন। আগামী ২৭ মে ভারতে লঞ্চ হতে চলেছে Alcatel ভি৩ ৫জি সিরিজ। Alcatel ভি৩ আলট্রা ৫জি মডেল এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে বলে আগেই শোনা গিয়েছে। এবার প্রকাশ্যে এল Alcatel ভি৩ প্রো ৫জি এবং Alcatel ভি৩ ক্লাসিক ৫জি- এই দুই ফোন লঞ্চের কথাও। প্রসঙ্গত উল্লেখ্য, Alcatel একটি ফরাসি সংস্থা যা পরিচালনা করে টিসিএল কমিউনিকেশন। আসন্ন স্মার্টফোনগুলির ডিজাইন, রং, ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে আনুষ্ঠানিক লঞ্চের আগে। ভারতে লঞ্চের পর Alcatel সংস্থার তিনটি ফোনই এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
Alcatel ভি৩ প্রো ৫জি এবং Alcatel ভি৩ ক্লাসিক ৫জি
Alcatel ভি৩ প্রো ৫জি ফোন কালো এবং সবুজ রঙে লঞ্চ হতে চলেছে। ফ্লিপকার্টের মাইক্রো সাইটে তেমনই আভাস মিলেছে। এই ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। Alcatel সংস্থা জানিয়েছে তাদের ভি৩ প্রো ৫জি ফোনের স্ক্রিনে 'আই কেয়ার ফিচার' থাকবে। 'লো ব্লু লাইট' এবং 'অ্যান্টি গ্লেয়ার' ফিচারের সাপোর্ট থাকতে চলেছে Alcatel ভি৩ প্রো ৫জি ফোনের ডিসপ্লেতে। এছাড়াও এই ফোনে অ্যাডাপ্টিভ কালার টেম্পারেচার, ব্রাইটনেস, নাইট লাইট মোড ফিচারের সাপোর্ট থাকতে চলেছে।
Alcatel ভি৩ ক্লাসিক ৫জি ফোন সাদা রঙে লঞ্চ হতে চলেছে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও Alcatel ভি৩ ক্লাসিক ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর থাকতে চলেছে। এর পাশাপাশি পাওয়া যাবে ৫২০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। Alcatel সংস্থার এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। Alcatel সংস্থার এই দুই ফোনের বাক্সে থাকবে চার্জার এবং প্রোটেক্টিভ কভার।
Alcatel ভি৩ আলট্রা ৫জি
এই ফোন লঞ্চ হতে চলেছে শ্যাম্পেন গোল্ড, হাইপার ব্লু এবং ওশান গ্রে- এই তিন রঙে। প্রো এবং ক্লাসিক মডেলের মতো এই আলট্রা ভ্যারিয়েন্টে থাকতে চলেছে একই ধরনের ডিসপ্লে। এই ফোনে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন থাকতে চলেছে। Alcatel সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে এই ফোন চলবে টানা ৭ দিন পর্যন্ত।
Alcatel ভি৩ আলট্রা ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের এবং ২ মেগাপিক্সেলের আরও দুটো সেনসর থাকবে। অর্থাৎ এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে Alcatel ভি৩ আলট্রা ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এর পাশাপাশি পাবেন ৫০১০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও Alcatel ভি৩ আলট্রা ৫জি ফোনে ডুয়াল স্পিকার (DTS X Sound, ই-সিম এবং ফিজিক্যাল সিমের সাপোর্ট থাকবে। আলট্রা ভ্যারিয়েন্টের এই ফোনের বাক্সে থাকবে একটি Stylus-ও।






















