(Source: ECI/ABP News/ABP Majha)
Motorola Smartphone: অ্যামাজনে মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনের দাম কমেছে ২০ হাজার টাকা !
Motorola Razr 40 Ultra: অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন।
Motorola Smartphone: অ্যামাজন ই-কমার্স সংস্থার মোটোরোলা রেজর ৪০ আলট্রা (Motorola Razr 40 Ultra) ফোনের দাম একধাক্কায় কমেছে ২০ হাজার। ক্রেতারা এই ফোন কিনতে চাইলে বড়সড় ছাড় পাবেন। মোটোরোলার এই ফোন একটি ফোল্ডেবল ফোন (Foldable Phone)। একে ফ্লিপ ফোনও (Flip Phone) বলা যেতে পারে। ভারতে মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোন লঞ্চ হয়েছিল ৮৯,৯৯৯ টাকায়। এখন অ্যামাজন থেকে এই ফোন ৬৯,৯৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ ২০ হাজার টাকার ছাড় পাবেন ক্রেতারা। এটি একটি প্রিমিয়াম clamshell ফোল্ডেবল স্মার্টফোন। মোটোরোলার এই ফোনের দামে কীভাবে ২০ হাজার টাকা ছাড় পাবেন, দেখে নেওয়া যাক।
অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন। চারটি রঙে মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোন কেনা যাবে। প্রথমে ফোনটি লঞ্চ হয়েছিল Viva Magenta, Infinite Black, Glacier Blue- এই তিনটি রঙে। কিছুদিন আগে লঞ্চ হয়েছে Peach Fuzz রঙে।
মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন একনজরে
- এই ফোল্ডেবল ফোনে রয়েছে ডুয়াল ডিসপ্লে। আর দু'টি ডিসপ্লের মধ্যেই রয়েছে হাই রিফ্রেশ রেটের সাপোর্ট। মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির AMOLED মেন ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ। এর সঙ্গে রয়েছে ৩.৬ ইঞ্চির এক্সটারনাল স্ক্রিন। এই ডিসপ্লের সাহায্যে ইউজার কুইক অ্যাকসেস পাবেন বিভিন অ্যাপ এবং ফোনের মধ্যে থাকা ঘড়ির।
- মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১২ মেগাপিক্সেলের মেন লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর রয়েছে। মেন লেন্সের সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের মেন ক্যামেরা দিয়ে 4K ভিডিও শুটিং করা যাবে।
- মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোনে রয়েছে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৩৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৩০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ও ৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচারের সাপোর্ট।
- মোটোরোলা রেজর ৪০ আলট্রা ফোন পরিচালিত হয় অ্যাড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে। এছাড়াও এখানে আপগ্রেড পাওয়া যাবে অ্যন্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়ারের।
আরও পড়ুন- লঞ্চের বাকি আর মাত্র ২ দিন, ওয়ানপ্লাস ১২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে পারে?