Flip Smartphone: অ্যামাজনে একলাফে এই ফ্লিপ ফোনের দাম কমেছে ১১ হাজার টাকা ! কোন মডেল কেনা যাবে কত টাকায়?
Tecno Phantom V Flip: টেকনো সংস্থার এই ফোল্ডেবল ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
![Flip Smartphone: অ্যামাজনে একলাফে এই ফ্লিপ ফোনের দাম কমেছে ১১ হাজার টাকা ! কোন মডেল কেনা যাবে কত টাকায়? Amazon Deals Tecno Phantom V Flip at Rs 43999 with 11000 discount check the offers in details Flip Smartphone: অ্যামাজনে একলাফে এই ফ্লিপ ফোনের দাম কমেছে ১১ হাজার টাকা ! কোন মডেল কেনা যাবে কত টাকায়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/fb09fb02a432ffc620f26d77dc5bf1491707677599806485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Flip Smartphone: যদি ফ্লিপ ফোন (Flip Phone) কেনার পরিকল্পনা থাকে তাহলে কিনতে পারেন টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ (Tecno Phantom V Flip) ফোন। অ্যামাজনে (Amazon) এই ফোনের দাম একলাফে ১১ হাজার টাকা কমে গিয়েছে। কিন্তু তারপরেও এই ফোনের দাম ৪০ হাজার টাকার বেশি। তবে ফ্লিপ কিংবা ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে দাম সাধারণত একটু চড়াই হয়। অতএব যদি ফ্লিপ ফোন কেনার শখ থাকে তাহলে বাজেটও রাখতে হবে উপরের দিকেই।
অফার সমেত ফ্লিপকার্ট টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোনের দাম
ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে এই ফোনের দাম ৫৪,৯৯৯ টাকা রয়েছে। তবে এখানে রয়েছে ১০ হাজার টাকার কুপন ডিসকাউন্ট। ফলে ফোনের দাম কমে হচ্ছে ৪৪,৯৯৯ টাকা। এর পরেও থাকছে ১০০০ টাকার ব্যাঙ্ক অফার। এর ফলে ফোনের দাম কমে হচ্ছে ৪৩,৯৯৯ টাকা। Iconic Black এবং Mystic Dawn- এই দুই রঙে কেনা যাবে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ফোন।
টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED ইনার ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি সার্কুলার AMOLED কভার প্যানেল। সেখানে আবার রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। ১.৩২ ইঞ্চির একটি স্ক্রিন রয়েছে এই ডিসপ্লের মধ্যে। ইউজাররা কভার স্ক্রিনের সাহায্যে মেসেজের রিপ্লাই দিতে পারবেন।
- টেকনো সংস্থার এই ফোল্ডেবল ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি UFS 3.1 ইনবিল্ট স্টোরেজ। Android 13.5- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। দু'বছরের জন্য অপারেটিং সফটওয়্যার এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
- টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ clamshell ফোল্ডেবল ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১৩ মেগাপিক্সেলের আরও একটি সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত) রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড ফ্ল্যাশ লাইট ইউনিট। প্রাইমারি ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোল্ডেবল ফোনে ৪০০০ এমএএইচ বায়টারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ৫জি, ওয়াই-ফাই ৬, এনএফসি, ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে।
আরও পড়ুন- সস্তায় আইফোন কিনতে চান? সুবর্ণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, কত কম দামে পাবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)