Flipkart Mobile Bonanza Sale: সস্তায় আইফোন কিনতে চান? সুবর্ণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, কত কম দামে পাবেন?
iPhone: বর্তমানে চলছে ফ্লিপকার্টের মোবাইল বোনাঞ্জা সেল। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে এই সেল। কম দামে আইফোন কিনতে চাইলে একনজরে দেখে নিন অফারগুলি।
![Flipkart Mobile Bonanza Sale: সস্তায় আইফোন কিনতে চান? সুবর্ণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, কত কম দামে পাবেন? Flipkart Mobile Bonanza sale starts Big discount on iPhone 13 iPhone 14 iPhone 15 iPhone 15 Pro iPhone 15 Pro Max check the prices Flipkart Mobile Bonanza Sale: সস্তায় আইফোন কিনতে চান? সুবর্ণ সুযোগ দিচ্ছে ফ্লিপকার্ট, কত কম দামে পাবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/11/c375e0cd48b99e0d25a0d81247e894e11707671559661485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Flipkart Mobile Bonanza Sale: ফ্লিপকার্টে (Flipkart) শুরু হয়ে গিয়েছে মোবাইল বোনাঞ্জা সেল (Mobile Bonanza Sale)। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফ্লিপকার্টের এই সেল। পোকো এক্স৬ (Poco X6), আইফোন ১৫ (iPhone 15), আইফোন ১৫ প্রো ম্যাক্স (iPhone 15 Pro Max), মোটোরোলা এজ ৪০ নিও (Motorola Edge Neo 40) এবং আরও একাধিক ফোনের দামে ছাড় রয়েছে ফ্লিপকার্টের এই মোবাইল বোনাঞ্জা সেলে। কোনও ফোনের দামে রয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট। বাকি বেশিরভাগ ফোনের ক্ষেত্রেই রয়েছে ব্যাঙ্ক অফার। নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে কেনাকাটা করলে তবেও পাওয়া যাবে এই ছাড়। এবার দেখে নেওয়া যাক ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে কোন ফোন কতটা কম দামে কেনা যাবে?
পোকো এক্স৬
এই ফোনের দাম শুরু হচ্ছে ২১,৯৯৯ টাকা থেকে। এটি অরিজিনাল রিটেল কস্ট। তবে এসবিআই ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ২০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তার ফলে ফোনের দাম কমে ১৯,৯৯৯ টাকা হবে।
মোটোরোলা এজ ৪০ নিও
এই ফোন কেনা যাবে ২১,৪৯৯ টাকায়। তবে সেক্ষেত্রে ক্রেতাকে ডিবিএস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনতে হবে। এই ফোনের আসল দাম ২২,৯৯৯ টাকা। অর্থাৎ ফ্লিপকার্টের সেলে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
আইফোন ১৫
যাঁরা আইফোন ১৫ কেনার কথা ভাবছেন তাঁরা ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলেই সবচেয়ে কম দামে পেয়ে যাবেন, লঞ্চের মাত্র ৫ মাসের মধ্যেই। কোনও রকম শর্তাবলী এবং চুক্তি ছাড়াই আইফোন ১৫ কেনা যাবে ৬৬,৯৯৯ টাকায়। গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ৭৯,৯০০ টাকায়। অর্থাৎ ক্রেতারা ১২,৯০১ টাকা ছাড় পাচ্ছেন, যা নিঃসন্দেহে আকর্ষণীয়।
আইফোন ১৩ এবং আইফোন ১৪
আপনি যদি আরও সস্তায় আইফোন কিনতে চান তাহলে রয়েছে আইফোন ১৩। ফ্লিপকার্টের সেলে ৫২,৯৯৯ টাকায় কেনা যাবে আইফোন ১৩। অন্যদিকে ফ্লিপকার্ট মোবাইল বোনাঞ্জা সেলে আইফোন ১৪ একনা যাবে ৫৭,৯৯৯ টাকায়। যদি আপনি কম খরচ করে আইফোন কিনতে চান, তাহলে আইফোন ১৩ কিনতেই পারেন। কারণ আইফোন ১৩ এবং আইফোন ১৪- র মধ্যে পারফরম্যান্সের বিশেষ ফারাক নেই। তাই আপনি চাইলে ৫০০০ টাকা সাশ্রয় করতেই পারেন।
আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স
যদি ফোন কেনার সময় খরচের কথা চিন্তা না করনে, তাহলে আইফোন ১৫ প্রো কিনতে পারেন। দুর্দাত আইওএস এক্সপিরিয়েন্স পাবেন। তবে এক্ষেত্রে খরচ ১ লক্ষ ৪০ হাজার টাকারও বেশি। ছাড় দিয়ে দাম হতে পারে ১,২৭,৯৯০ টাকা। অন্যদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ফ্লিপকার্টের এই সেলে হয়েছে ১,৪৮,৯০০ টাকা। এই মডেলে ১১ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে Honor X9b ফোন, দাম কত হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)