Amazon Festival Sale: অ্যামাজনে দারুণ অফার, HP 14 ল্যাপটপে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়
Amazon Festival Sale: এই লাইটওয়েট ল্যাপটপটির মূল্য 77,996 টাকা। যদিও অ্যামাজনের সেলে এই ডিভাইস 64,990 টাকায় পাওয়া যাচ্ছে।
Amazon Festival Sale: HP 14 (2021) 10th জেনারেশন ইন্টেল কোর আই 5 ল্যাপটপ গেমিং, কোডিং বা অফিসের কাজের জন্য একটি প্রিমিয়াম মানের ডিভাইস। বর্তমানে দুর্দান্ত অফারে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে এই ল্যাপটপ।চমৎকার স্পেসিফিকেশন-সহ, এই ল্যাপটপটিতে MRP-তে ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার রয়েছে।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
এই ল্যাপটপের বিশেষত্ব ও অফার সম্পর্কে নিচে দেওয়া হল।
১ HP 14 (2021) 10th Gen Intel Core i5 Laptop, 8GB RAM, 512GB SSD, 14-inch (35.6 cm) FHD Screen, 4G LTE, Win 10, MS Office, Natural Silver, 1.49 Kg (14s-er0503TU)সিলভার কালারে পাওয়া যায়।
২ এই লাইটওয়েট ল্যাপটপটির মূল্য 77,996 টাকা। যদিও অ্যামাজনের সেলে এই ডিভাইস 64,990 টাকায় পাওয়া যাচ্ছে। যার ফলে 13,000 টাকার বেশি এমআরপিতে সরাসরি ছাড় রয়েছে।
৩ এছাড়াও Axis Bank, IndusInd Bank ও Citibank-এর ক্রেডিট ও ডেবিট কার্ড থেকে পেমেন্টের উপর 1,500 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে এই ল্যাপটপের সঙ্গে। তাই এই অফারের সঙ্গে ল্যাপটপটি এখন 63,490 টাকায় পাওয়া যাচ্ছে।
৪ ক্রেতারা এই ল্যাপটপ কিনতে গিয়ে এক্সচেঞ্জ অফারও পেতে পারেন৷ কেউ পুরোনো ল্যাপটপ দিলে 18,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। যদিও আপনার পুরোনো ল্যাপটপের অবস্থার উপর এর দাম নির্ভর করবে।
৫ এইসব অফার ছাড়াও, গ্রাহকের কাছে নো-কস্ট ইএমআইয়ের অপশন রয়েছে। যাতে প্রতি মাসে কিস্তিতে টাকা দিতে পারবেন ক্রেতা।
এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন প্রোডাক্টের দাম
স্পেসিফিকেশন:
এই ল্যাপটপ HP-র 14s-er0503TU সিরিজের অন্তর্গত।
ইন্টারনেট না থাকলে ব্যবহারকারীরা সিম কার্ড থেকে ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা নিতে পারবেন।
এতে FHD মাইক্রো-এজ, অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে রয়েছে। এই ল্যাপটপের স্ক্রিন সাইজ 14 ইঞ্চি
ল্যাপটপে উইন্ডোজ 10 হোম অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
প্রসেসর হিসাবে 10th জেনারেশন ইন্টেল কোর i5-1035G1 চিপসেট দেওয়া হয়েছে মেশিনে।
এতে 8 GB DDR4-2666 SDRAM RAM আছে। যা 16 GB পর্যন্ত আপগ্রেড করা যাবে।
ল্যাপটপের স্টোরেজ 512 জিবি।
এই ল্যাপটপে 3-সেল লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে।
এই ডিভাইসে 2টি USB 3.0 পোর্ট ও 1টি HDMI পোর্ট রয়েছে।
এই লিঙ্কে ক্লিক করে জেনে নিন প্রোডাক্টের দাম
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম