Amazon Festival Sale: দীপাবলিতে হতে পারে সেরা উপহার, ১০ হাজারেরও বেশি ছাড় পান লেনোভো ট্যাবলেটে
Amazon Festival Sale: অ্যামাজনের সেলে ম্যাক্সিমাম রিটেইল প্রাইসের ওপর সরাসরি রয়েছে ৮০০০টাকার ছাড়। এর সঙ্গে এক্সচেঞ্জ বোনাসে পেতে পারেন ১১,০০০টাকা পর্যন্ত অফার।
Amazon Festival Sale: অ্যামাজনের সেলে দারুণ অফারে পাবেন লেনোভোর 10 ইঞ্চির কলিং ট্যাবলেট। যা সাশ্রয়ের পাশাপাশি সেরা গুণমান দেবে আপনাকে। সঙ্গে রয়েছে আরও এমন অফার যাতে এমআরপির থেকে অনেক কমে ট্যাবলেটটি কিনতে পারবেন আপনি।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Lenovo Tab M10 HD Tablet
অ্যামাজনের সেলে ম্যাক্সিমাম রিটেইল প্রাইসের ওপর সরাসরি রয়েছে ৮০০০টাকার ছাড়। এর সঙ্গে এক্সচেঞ্জ বোনাসে পেতে পারেন ১১০০০টাকা পর্যন্ত ছাড়। রয়েছে ১২৫০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্ট। এই লেটেস্ট ট্যাবলেটে ওয়াইফাই-এর সঙ্গে রয়েছে কল করার সুবিধা।
এই দীপাবলিতে অ্যামাজনের সেলে সেরা উপহার হতে পারে লেনোভোর কলিং ট্যাবলেট। এই ট্যাবলেটের দাম 21,000 টাকা হলেও সেলে তা 12,499 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি যদি এই ট্যাবটি কেনার সময় এক্সচেঞ্জে পুরোনো ফোন বা ট্যাবলেট দেন, তাহলে 11650 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও নিতে পারেন। শুধু তাই নয়, সিটি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড পেমেন্টে 1250 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে এখানে। এমনকী যদি আপনি পুরো বোনাস না পান, এই ট্যাবলেটটি 10 হাজারেরও কমে সেলে কিনতে পারবেন।
এই লিঙ্কে ক্লিক করে জানুন লেনোভোর সেরা ট্যাবলেটের দাম
স্পেসিফিকেশন- এই WIFI চালিত ট্যাবে একটি 5MP প্রাথমিক ক্যামেরা ও একটি 2MP সেলফি ক্যামেরা রয়েছে।
10.1-ইঞ্চির 1280 x 800 পিক্সেল রেজোলিউশন এই ট্যাব ক্যাপাসিটিভ টাচস্ক্রিন সাপোর্ট করে।
ট্যাবে রয়েছে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেম।
2GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন 429 কোয়াডকোর প্রসেসর ছাড়াও ট্যাবে রয়েছে 2GB RAM ও 32GB স্টোরেজ। যা 32GB পর্যন্ত বাড়ানো যায়।
ট্যাবলেটটি একটি শক্তিশালী 4850 mAH লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে।
কল করার জন্য 4G সিঙ্গেল সিম লাগে এই ট্যাবলেটে।
এই লিঙ্কে ক্লিক করে জানুন লেনোভোর সেরা ট্যাবলেটের দাম
আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনের সেলে বাম্পার অফার, ৫০০ টাকার মধ্যে পাংচার কিট-এয়ার পাম্প