Amazon Great Republic Day Sale 2022: ১ টাকায় বুক করুন পছন্দের গ্যাজেট, জেনে নিন অ্যামাজন রিপাবলিক ডে সেলের এই স্কিম
Republic Day Sale 2022: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৭ জানুয়ারি থেকে Amazon-এ শুরু হতে চলেছে গ্রেট রিপাবলিক ডে সেল।এই সেলে হোম অ্যাপ্লায়েন্সে কী কী ডিল পাওয়া যাচ্ছে তা জেনে নিন।
Republic Day Sale 2022: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৭ জানুয়ারি থেকে Amazon-এ শুরু হতে চলেছে গ্রেট রিপাবলিক ডে সেল। যাতে অনেকগুলি দুর্দান্ত অফার পাচ্ছেন আপনি। এই সেলে পছন্দের আইটেমগুলি যাতে স্টকের মধ্যেই থাকে তা নিশ্চিত করার জন্যই প্রি-বুকিং স্কিম চালু করা হয়েছে। এতে ল্যাপটপ, কম্পিউটার, হেডফোনের মতো যেকোনও গ্যাজেট ১ টাকায় প্রি-বুক করা যেতে পারে। পরে বিক্রি শুরু হলে আপনি অন্যান্য অফার যোগ করার পরে সেই পণ্যটি কিনতে পারেন। এই সেলে হোম অ্যাপ্লায়েন্সে কী কী ডিল পাওয়া যাচ্ছে তা জেনে নিন।
এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার
বাড়ির জিনিসপত্রের উপর সেরা ছাড়
এই সেলে বাড়ির জন্য সেরা ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্সে বাম্পার ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি এই সেলে সময় মতো হোম ডেলিভারি, এক্সচেঞ্জ অফার ও নো কস্ট ইএমআই এর সুবিধা নিতে পারেন। সেলে স্মার্ট টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ সব বড় যন্ত্রপাতিগুলিতে ছাড় পাওয়া যাচ্ছে।
এই সেলে Redmi 43 ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যাবে মাত্র 22,999 টাকায়। এই টিভির দাম 34,999 টাকা। যদিও এই সেলে 12 হাজারের ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এক্সচেঞ্জ বোনাস ও ব্যাঙ্ক অফারের সুবিধা আলাদাভাবে পাওয়া যাবে।
Samsung-এর 43-ইঞ্চি স্মার্ট টিভি এই সেলে 36,990 টাকায় পাবেন আপনি। যার দাম 52,900 টাকা। অর্থাৎ এই টিভিতে 16 হাজারের বেশি ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি এক্সচেঞ্জ বোনাস ও ব্যাঙ্ক অফার রয়েছে আলাদা।
এই লিঙ্কে ক্লিক করলেই দেখতে পাবেন অ্যামাজনের ডিল ও অফার
অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলের হাইলাইটস
প্রাইম সদস্যরা 24 ঘণ্টা আগে 16 জানুয়ারি থেকে এই সেলের সুযোগ নিতে পারবেন।
80 টিরও বেশি নতুন পণ্য সেলে চালু করা হবে।
অ্যামাজন কুপন 20 লাখেরও বেশি পণ্যে পাওয়া যাবে।
SBI কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 10% ছাড় পাওয়া যাবে।
ফ্রি হোম ডেলিভারি, পে অন ডেলিভারি ও সহজে রিটার্ন সুবিধা রয়েছে সেলে।