Amazon Great Summer Sale: অ্যামাজনের গ্রেট সামার সেল শুরু হচ্ছে কবে? কোন কোন জিনিসের দামে কত ছাড় থাকতে পারে?
Amazon Great Summer Sale Offers: অ্যামাজনের গ্রেট সামার সেলে কোন কোন জিনিসের উপর কতটা ছাড় থাকতে চলেছে দেখে নিন।
Amazon Great Summer Sale: ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়াতে (Amazon India) শুরু হতে চলেছে গ্রেট সামার সেল (Great Summer Sale)। আগামী ২ মে থেকে এই সেল শুরু হতে চলেছে। প্রাইম মেম্বাররা (Amazon Prime Member) একদিন আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। বিভিন্ন জিনিসে থাকতে চলেছে আকর্ষণীয় ছাড়। সেই তালিকায় মোবাইল ফোন, অ্যাকসেসরিজের পাশাপাশি থাকবে ল্যাপটপ, ট্যাব, স্মার্টওয়াচ, ইয়ারবাডস, স্মার্ট টিভি। ইলেকট্রনিক গ্যাজেটের বাইরে ফ্যাশন আইটেম, বিউটি প্রোডাক্ট- এইসব জিনিসের দামেও থাকবে ছাড়। অ্যামাজন ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ওয়ান কার্ডের ক্ষেত্রে ক্রেতারা অতিরিক্ত ছাড় পাবেন। আগামী ২ মে দুপুরবেলায় শুরু হতে চলেছে অ্যামাজনের গ্রেট সামার সেল। অ্যামাজনের প্রাইম মেম্বাররা ১ তারিখ রাত ১২টা বাজার পর অর্থাৎ ২ মে- এর দিন শুরু হওয়ার প্রথম থেকেই এই সেলে কেনাকাটার সুযোগ পাবেন।
কোথায় কত ছাড় থাকতে চলেছে, দেখে নিন সবিস্তারে
অ্যামাজনের গ্রেট সামার সেলে মোবাইল ফোন এবং অ্যাকসেসরিজের ক্ষেত্রে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। ওয়ানপ্লাস, রেডমি, রিয়েলমি এই তিন সংস্থার স্মার্টফোনের দাম কমবে অ্যামাজনের এই সেলে। এখনও সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি অ্যামাজন। তবে ওয়ানপ্লাস ১১আর ৫জি, রেডমি ১৩সি, আইকিউওও জেড৬ লাইট, রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি এবং রেডমি ১২ ৫জি- এই ফোনগুলির দাম যে অ্যামাজএন্র সামার সেলে কমতে চলেছে সেকথা নিশ্চিত ভাবে জানিয়েছে ই-কমার্স সংস্থা।
ল্যাপটপ, স্মার্টওয়াচ এবং হেডফোনের ক্ষেত্রে ক্রেতারা ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। অন্যদিকে স্মার্ট টিভি এবং অন্যান্য স্মার্ট অ্যাপ্লায়েন্সের উপর প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে চলেছে অ্যামাজনের এই সেলে। Sony WH-1000XM4 ওয়্যারলেস হেডফোন, অ্যামেজফিট অ্যাক্টিভ স্মার্টওয়াচ এবং অ্যাপেল আইপ্যাড (10th Generation)- এই তিনটি ডিভাইসের দামে বড়সড় ছাড় থাকছে ক্রেতাদের জন্য। হোম অ্যান্ড কিচেন প্রোডাক্টের উপর ৭০ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে বলা জানা গিয়েছে। আর ফ্যাশন এবং বিউটি প্রোডাক্টের ক্ষেত্রে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় থাকবে। অ্যামাজন ইকো (অ্যালেক্স সহ), ফায়ার টিভি, কিন্ডেল ডিভাইস- অর্থাৎ যেগুলি অ্যামাজনের নিজস্ব প্রোডাক্ট সেগুলির দামে ৪৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকতে পারে।
সাধারণ ছাড়ের পাশাপাশি ক্রেতারা আইসিআইসিআই ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ওয়ান কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেতারা ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
আরও পড়ুন- ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে মোটোরোলা, একাধিক মডেল লঞ্চের সম্ভাবনা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।