Motorola Earbuds: ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করতে চলেছে মোটোরোলা, একাধিক মডেল লঞ্চের সম্ভাবনা
Motorola: ইয়ারবাডসের ক্ষেত্রে মোটোরোলা ট্যাগ লাইন রেখেছে 'সাউন্ড অফ ইউথ'। অর্থাৎ তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই ইয়ারবাডস লঞ্চ করা হবে।
Motorola Earbuds: ভারতে নতুন ইয়ারবাডস (Earbuds) লঞ্চ করতে চলেছে মোটোরোলা (Motorola)। এক্স মাধ্যমে মোটোরোলা সংস্থা আভাস দিয়েছে যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোন (True Wireless Stereo Earbuds) লঞ্চ হতে চলেছে দেশে। তবে কোন মডেল লঞ্চ হবে, একটি নাকি একাধিক ইয়ারবাডস লঞ্চ তা অবশ্য স্পষ্টভাবে জানা যায়নি। এর পাশাপাশি মোটোরোলার নতুন ইয়ারবাডস ভারতে কম লঞ্চ হতে চলেছে তাও নিশ্চিত ভাবে জানা যায়নি। এক্স মাহদ্যমে যে টিজার ভিডিও প্রকাশ হয়েছে সেখানে ইয়ারবাডসের চার্জিং কেসের ডিজাইন দেখা গিয়েছে। আর সেখানে থেকে বোঝা গিয়েছে এটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন হতে চলেছে। ওই টিজার ভিডিওতে আবার ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন হতে দেখা গিয়েছে। এর মাধ্যমে সম্ভবত মোটোরোলার আসন্ন অডিও ওয়ারেবল ডিভাইস কী কী রঙের হতে পারে তার আভাস দেওয়া হয়েছে।
Get ready to immerse yourself in a world of rich, detailed audio with Motorola.
— Motorola India (@motorolaindia) April 29, 2024
Coming Soon!#SoundOfYouth pic.twitter.com/gH6sg7KW12
গাঢ় নীল, ধূসর, লাল এবং হলুদ - এই চারটি রং দেখা গিয়েছে। এছাড়াও ইয়ারবাডসের কেসের গায়ে জলের ফোঁটার মতো বিন্দু দেখা যাওয়ায় অনুমান করা হচ্ছে এই ইয়ারবাডস স্প্ল্যাশ কিংবা ওয়াটার রেজিসট্যান্ট হতে পারে। এই ইয়ারবাডসের ক্ষেত্রে মোটোরোলা ট্যাগ লাইন রেখেছে 'সাউন্ড অফ ইউথ'। অর্থাৎ তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে এই ইয়ারবাডস লঞ্চ করা হবে। 'কামিং সুন' ট্যাগ থাকার কারণে এও অনুমান করা হচ্ছে যে মোটোরোলার এই ইয়ারবাডস ভারতে লঞ্চ হতে হয়তো খুব বেশি দেরি নেই। ইউরোপে মোটোরোলা লঞ্চ করেছে মোটো বাডস এবং মোটো বাডস প্লাস। অনুমান এর মধ্যে থেকে একটি কিংবা দুটো ইয়ারবাডসই হয়তো লঞ্চ হবে ভারতে।
একবার পুরো চার্জে ইয়ারবাডস চলবে ১২০ ঘণ্টা !
Blaupunkt সংস্থার Xtreme ওয়্যারলেস ইয়ারবাডস সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ইয়ারবাডসের চার্জিং কেস ব্যবহার করে ইয়ারবাডসগুলিতে ৮ বার পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব হবে। কারণ এই ইয়ারবাডসে রয়েছে TurboVolt ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট। এর সাহায্যে মাত্র ১৫ মিনিটের চার্জে ৫ ঘণ্টার প্লেটাইম সাপোর্ট পাওয়া সম্ভব। একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ১২০ ঘণ্টা। এই ইয়ারবাডসে রয়েছে ৮০০ এমএএইচের ব্যাটারি, যা অন্যান্য ইয়ারবাডসের তুলনায় অনেকটাই বেশি। এই ইয়ারবাডসের মধ্যে লাগানো রয়েছে একটি অ্যাডভান্স চিপ (Advance Chip)। তার সাহায্যে পাওয়ার কনজাম্পশন (এক্ষেত্রে ব্যাটারি বা চার্জ) কমানো যায় প্রায় ২০ শতাংশ পর্যন্ত।
আরও পড়ুন- শুধুমাত্র ভারতেই হাজির নীল রঙের নাথিং ফোন ২এ, দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।