Amazon Smartphone Upgrade Days Sale: আইকিউওও, ওয়ানপ্লাস, শাওমি... আরও অনেক ব্র্যান্ডের স্মার্টফোন অ্যামাজনের দুর্দান্ত ছাড়
Smartphones: শুরু হয়েছে অ্যামাজনের স্মার্টফোন আপগ্রেড ডে'জ সেল। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। কোন কোন ফোনে ছাড় রয়েছে?
![Amazon Smartphone Upgrade Days Sale: আইকিউওও, ওয়ানপ্লাস, শাওমি... আরও অনেক ব্র্যান্ডের স্মার্টফোন অ্যামাজনের দুর্দান্ত ছাড় Amazon Smartphone Upgrade Days Sale Offers on Different Brand Smartphones Amazon Smartphone Upgrade Days Sale: আইকিউওও, ওয়ানপ্লাস, শাওমি... আরও অনেক ব্র্যান্ডের স্মার্টফোন অ্যামাজনের দুর্দান্ত ছাড়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/06/de582026c48ecda9ca2176b1f1e5f1ae_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ই-কমার্স সংস্থা অ্যামাজন (amazon) স্মার্টফোন আপগ্রেড ডে’জ সেল (Smartphone Upgrade Days Sale)- এর ঘোষণা করেছে। স্মার্টফোনের পাশাপাশি বিভিন্ন অ্যাকসেসরিজের ক্ষেত্রেও রয়েছে ছাড়। অ্যামাজনের এই সেলে ওয়ানপ্লাস, শাওমি, স্যামসাং, আইকিউওও, রিয়েলমি, টেকনো এবং ওপ্পো- এই সমস্ত সংস্থার ফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অ্যামাজনের এই স্মার্টফোন আপগ্রেড ডে’জ সেল। এছাড়াও ব্যাঙ্ক অফ বরোদার ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোন কিনলে ক্রেতারা ১০ শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাবেন। প্রায় ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। আর ক্রেডিট কার্ড ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ১২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। তবে এই ছাড় পেতে গেলে কমপক্ষে ৭০০০ টাকার কেনাকাটা করতে হবে ক্রেতাদের। এর পাশাপাশি থাকছে নো-কস্ট ইএমআই অপশন ৯ মাসের জন্য।
আইকিউওও স্মার্টফোন- ভিভোর সাব ব্র্যান্ড আইকিউওও সংস্থার ফোনে রয়েছে ব্যাঙ্ক অফার। এছাড়াও ইএমআইতে ফোন কেনার সুযোগ রয়েছে। iQOO Z6 44W এই ফোন পাওয়া যাচ্ছে ১৪,৪৯৯ টাকায়। এখানে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ১২৫০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। অন্যদিকে iQOO Neo 6 5G ফোনের দাম অ্যামাজনের এই সেলে ২৯,৯৯০ টাকা।
ওয়ানপ্লাস- এই সংস্থার ফোনেও রয়েছে ছাড় এবং ইএমআই অপশন। OnePlus Nord CE 2 Lite 5G ফোন কেনা যাবে ১৮,৯৯৯ টাকায়। অন্যদিকে OnePlus 9 Pro ফোন কেনা যাবে ৪৯,৯৯৯ টাকায়। তিন, ছয় এবং নয় মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে। তার সঙ্গে রয়েছে ১২৫০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।
শাওমি- এই সংস্থার বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রে Xiaomi 11T Pro 5G কেনা যাবে ৩৭,৯৯৯ টাকায়। এছাড়াও Redmi 10A ফোন কেনা যাবে ৯৪৯৯ টাকায়। আর Redmi Note 11 ফোনের দাম অ্যামাজনের এই সেলে ১৩,৪৯৯ টাকা।
রিয়েলমি- এই সংস্থার ফোন Realme Narzo 50A কেনা যাবে ১০,৯৯৯ টাকায়। এই ফোনে ৫০০০ টাকা ক্যাশব্যাক অফার রয়েছে।
স্যামসাং- স্যামসাং ‘এম’ সিরিজের ফোনের ক্ষেত্রে ছাড় রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম৩২ এবং স্যামসাং গ্যালাক্সি এম১৩- এই দুই ফোন পাওয়া যাচ্ছে যথাক্রমে ১২,৪৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকায়। এক্ষেত্রে ১৫০০ টাকা ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
টেকনো এবং ওপ্পো- Tecno Pop 5 LTE এই ফোন কেনা যাচ্ছে ৬২৯৯ টাকায়। এছাড়াও OPPO A54 কেনা যাচ্ছে ১১,৯৯০ টাকায়। এর সঙ্গে রয়েছে ব্যাঙ্ক অফার।
আরও পড়ুন- চ্যাট করার সময়েও কীভাবে হোয়াটসঅ্যাপে অনলাইন স্টেটাস লুকিয়ে রাখবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)