Apple Watch Series 7: আগের থেকে বড় ডিসপ্লে, Apple Watch Series 7 লঞ্চ করল কোম্পানি
আগের থেকে বড় ডিসপ্লে WatchOS 8 -এ চলবে এই ঘড়ি।Watch Series 6-এর থেকে ২০ শতাংশ বেশি বড় ডিসপ্লে রয়েছে ঘড়িতে। ৪১ এমএম ছাড়াও ৪৫ এমএম ডিসপ্লে অপশন রয়েছে ঘড়িতে।
ক্যালিফোর্নিয়া: টেক ব্লগারদের কথাই সত্যি হল। ৭ সিরিজের ঘড়িতে সবথেকে বড় ডিসপ্লে নিয়ে এল Apple। ধুলো ও জল থেকে রক্ষা করার জন্য ঘড়িতে দেওয়া হয়েছে IPX6 সুরক্ষা। ভারতে অ্যাপলের ঘড়ির (Apple Watch Series 7) দাম হতে পারে ২৯,৪০০ টাকা।
Apple Watch Series 7-এর দাম কত ?
ঘড়ির জিপিএস ভার্সনের দাম রাখা হয়েছে ৩৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ২৯,৪০০ টাকা। আমেরিকায় ঘড়ির জিপিএসের সঙ্গে সেলুলার ভার্সন পাওয়া যাবে ৪৯৯ডলার থেকে।ভারতে এর দাম হওয়া উচিত ৩৬,৮০০ টাকা।পাঁচটা রঙে পাওয়া যাবে এই ঘড়ি। মিডনাইট, স্টারলেট, গ্রিন, নিউ ব্লু ও প্রোডাক্ট রেড রঙে আনা হয়েছে ঘড়ির মডেল। পুরোপুরি অ্যালুমিনাম কেসিংয়ে তৈরি হয়েছে অ্যাপলের এই ঘড়ি।
ভারতে এখনও ঘড়ির দাম প্রকাশিত না হলেও আমেরিকার দামের ওপর ভিত্তি করেই ঘড়ির সম্ভাব্য প্রাইস বলা হয়েছে। এর আগে ভারতে Apple Watch Series 6-এর জিপিএস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪০,৯০০টাকা।
Apple Watch Series 7 স্পেসিফিকেশন
এবার চলে এল নতুন Apple Watch Series 7 । আগের থেকে বড় ডিসপ্লে WatchOS 8 -এ চলবে এই ঘড়ি।Watch Series 6-এর থেকে ২০ শতাংশ বেশি বড় ডিসপ্লে রয়েছে ঘড়িতে। ৪১ এমএম ছাড়াও ৪৫ এমএম ডিসপ্লে অপশন রয়েছে ঘড়িতে।Apple Watch Series 6-এর থেকে ৭০ শতাংশ বেশি ঊজ্জ্বল ডিসপ্লে দেখা যাবে ঘরের আলোয়। এবারও আগের মতো রেটিনা ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িতে। এ ছাড়াও ইউএসবি সি টাইপ রয়েছে এই ওয়াচে।
আগের থেকে ৩৩ শতাংশ তাড়াতাড়ি চার্জ হবে অ্যাপলের এই ঘড়ি।ডিভাইসকে জলের থেকে বাঁচাতে রয়েছে IP6X সার্টিফিকেশন দেওয়া হয়েছে। মূলত, এবার ফিটনেস প্লাস ডিভাইস হিসাবে একে বাজারে আনছে অ্যাপল।
আরও পড়ুন : Apple Launch Event Update: সংস্থার কম দামি আইপ্যাড আনল অ্যাপল
আরও পড়ুন : Apple iPhone 13 Launch: লঞ্চ হল iPhone 13, দেখে নেওয়া যাক 5G রেডি ফোনের দাম ও স্পেসিফিকেশন