Apple Launch Event Update: সংস্থার কম দামি আইপ্যাড আনল অ্যাপল
নতুন আইপ্যাড ৯ সংস্থার কম দামি আইপ্যাড।
ক্যালিফোর্নিয়া : আপগ্রেডেড আইপ্যাডের ঘোষণা করল অ্যাপেল ইনক। আজ সংস্থার বিগ সেপ্টেম্বর ইভেন্ট বা ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ে এই ঘোষণা করা হয়। নতুন আইপ্যাড ৯ সংস্থার কম দামি আইপ্যাড। যার দাম শুরু হচ্ছে $ ৩২৯ থেকে। নাইনথ জেনারেশনের আরও শক্তিশালী চিপ এ১৩ বায়োনিক-যুক্ত কম দামি আইপ্যাডকে ২০ গুণ বেশি গতি দেবে।
এদিকে নতুন জেনারেশন আইপ্যাড মিনিও আনল Apple। 5G সাপোর্টের এই ডিভাইসের ডিসপ্লে ৮.৩ ইঞ্চি । টাচ আইডি প্রযুক্তির সঙ্গে আইপ্যাডে রয়েছে ইউএসবি টাইপ-সির সুবিধা। আইপ্যাড মিনির দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার। আগামী সপ্তাহেই বিভিন্ন দেশে ডেলিভারি শুরু ডিভাইসের। আজ থেকেই শুরু প্রি অর্ডার।
চলে এল নতুন Apple Watch Series 7 । আগের থেকে বড় ডিসপ্লে WatchOS 8 -এ চলবে এই ঘড়ি। Watch Series 6-এর থেকে ২০ শতাংশ বেশি বড় ডিসপ্লে রয়েছে ঘড়িতে। ইউএসবি সি টাইপ দেওয়া হয়েছে এই ওয়াচে। আগের থকে ৩৩ শতাংশ তাড়াতাড়ি চার্জ হবে অ্যাপলের এই ঘড়ি। ডিভাইসকে জলের থেকে বাঁচাতে রয়েছে IP6X সার্টিফিকেশন। মূলত ফিটনেস প্লাস ডিভাইস হিসাবে একে বাজারে আনছে অ্যাপল।
আরও পড়ুন ; iPhone 13 লঞ্চের আগে iPhone 12 এর দামে বিরাট ছাড় ফ্লিপকার্টে, জানুন বিস্তারিত
এর পাশাপাশি বহু প্রতীক্ষিত iPhone 13-রও অবসান হয়ে গেল। আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। রেয়ার টুইন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। পিঙ্ক, ব্লু মিডনাইট, প্রোডাক্ট রেড ছাড়াও স্টারলেট রঙে আসছে ফোন। A15 Bionic প্রসের দেওয়া হয়েছে iPhone 13-এ। পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে iPhone 13। একইভাবে iPhone 13 মিনি আগের থেকে ১ থেকে দেড় ঘণ্টা বেশি ব্যাটারি সাপোর্ট দেবে। মূলত, প্রসেসরের কারণেই এই বেশ ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে নতুন ডিভাইসগুলি।