(Source: ECI/ABP News/ABP Majha)
Apple iPhone 13 Launch: লঞ্চ হল iPhone 13, দেখে নেওয়া যাক 5G রেডি ফোনের দাম ও স্পেসিফিকেশন
পিঙ্ক, ব্লু মিডনাইট, প্রোডাক্ট রেড ছাড়াও স্টারলেট রঙে আসছে ফোন।A15 Bionic প্রসেসর দেওয়া হয়েছে iPhone 13-এ।
নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান এসে গেল iPhone 13। চমক নেই ডিজাইনে, ১২ সিরিজের মতোই দেখতে iPhone 13।আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফর্মম্যান্স দেবে অ্যাপলের নতুন চিপ। রেয়ার টুইন ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে। পিঙ্ক, ব্লু মিডনাইট, প্রোডাক্ট রেড ছাড়াও স্টারলেট রঙে আসছে ফোন।A15 Bionic প্রসেসর দেওয়া হয়েছে iPhone 13-এ। আইফোন ১৩ এর সঙ্গে এল আইফোন মিনি । উভয় ফোনেই থাকছে ব্রাইটার সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে।
আমেরিকায় iPhone 13 মিনি -এর দাম শুরু হচ্ছে ৬৯৯ মার্কিন ডলার থেকে। আমেরিকায় iPhone 13-এর দাম শুরু হচ্ছে ৭৯৯ মার্কিন ডলার থেকে। উভয় ফোনের স্টার্টিং ভ্যারিয়েন্টে ৬৪ জিবির বদলে থাকছে ১২৮ জিবি স্টোরেজ।Apple iPhone 13, iPhone 13 mini-র ৫ জি-র জন্য প্রস্তুত হয়েই আত্মপ্রকাশ ঘটল। IPhone 13 ও iPhone 13 মিনির জন্য ডিসপ্লের আকার যথাক্রমে ৬.১ ইঞ্চি ও ৫.৪ ইঞ্চি।
পুরোনো সিরিজের থেকে কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দেবে iPhone 13। একইভাবে iPhone 13 মিনি আগের থেকে ১ থেকে দেড় ঘণ্টা বেশি ব্যাটারি সাপোর্ট দেবে। মূলত, প্রসেসরের কারণেই এই বেশ ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে নতুন ডিভাইসগুলি।
Apple iPhone 13 এর ক্যামেরায় বড়সড় সংশোধন ঘটেছে। মিনি ও রেগুলার ভার্সন উভয়ের জন্যই লো লাইট পারফর্ম্যান্স রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্যামেরায় সিনেম্যাটিক মোড রয়েছে, যা সাবজেক্ট নড়াচড়া করলেও সেটিকে ফোকাসে রাখবে। ফোকাস সাবজেক্টে থাকবে, অন্যদিকে, বাকি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যায়। এটি ভিডিও-র জন্য পোর্ট্রেড মোড। অ্যাপেল জানিয়েছে, এতে ব্যবহারকারীদের এমন কনটেন্ট তৈরির সুবিধা দেবে যাতে সিনেমাটিক অনুভূতি দেবে। তা ডলবি ভিশন এইচডিআরে শ্যুট হয়, যা এক স্পেশ্যাল কাস্টম সেন্সরের মাধ্যমে কাজ করতে সক্ষম। ডলবি ভিশনে সিনেমাটিক মোডের শ্যুটিং হয়। এটি 4K 60 FPS-এ ভিডিও ধরতে পারে।
iPhone 13 তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম আমেরিকায় ৭৯৯ মার্কিন ডলার। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ও ৫১২ জিবি ভ্যারিয়েন্ট।