Apple confirms September 14 event : ১৪ সেপ্টেম্বর মেগা ইভেন্ট নিশ্চিত, 'আমন্ত্রণপত্র পাঠালো' Apple
কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপলের বড় অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকুন সবাই।
ক্যালিফোর্নিয়া: অবশেষে মেগা ইভেন্টের দিন নিশ্চিত করল Apple। কোম্পানির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর হতে চলেছে অ্যাপলের বড় অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়া স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকুন সবাই।
কোভিডকালে এবারও অনলাইন ইভেন্টের পথেই হেঁটেছে 'আমেরিকান টেক জায়ান্ট'। ক্যালিফোর্নিয়ায় কোম্পানির অফিস অ্যাপল পার্কে হবে এই অনুষ্ঠান। iPhone 13 লঞ্চের বিষয়ে কিছু না বললেও এই ইভেন্টের সবথেকে আকর্ষণের বিষয় থাকবে কোম্পানির আগামী আইফোন। সঙ্গে আরও কিছু প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপল।
এদিকে, iPhone 13 লঞ্চ হওয়ার আগেই প্রকাশ্যে এসেছে ফোনের একাধিক গোপন তথ্য। কী কী থাকতে পারে অ্যাপলের এই ফোনে ?
১ আইফোন ১৩-এর লঞ্চের সম্ভাব্য তারিখ (iPhone 13 Launch Date)
iPhone 13-এর আত্মপ্রকাশ নিয়ে আর জল্পনা রইল না। অ্যাপল নিজে ইভেন্টের কথা ঘোষণা করায় মনে করা হচ্ছে ১৪ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত এই ফোন। অবশ্য ফ্রন্ট পেজ টেকের টিপস্টার জন প্রসারের মতে, ২৪ সেপ্টেম্বর থেকে নতুন ফোনের সেল শুরু করবে অ্যাপল। তবে ভারতের বুকে একই দিনে ওই সেল শুরু হবে কিনা তা নিয়ে কোনও মন্তব্য করেনি টিপস্টার।
২ দাম বাড়তে পারে iPhone 13-এর ?
সম্প্রতি অ্যাপল আইফোন ১৩ (iPhone 13) নিয়ে নতুন তথ্য ফাঁস করেছে এক টেক সাইট। যেখানে বলা হয়েছে, তাইওয়ানের কোম্পানি চিপের দাম বাড়ানোয় ফোনের দাম বাড়াতে হবে অ্যাপলকে। বর্তমানে Taiwan Semiconductor Manufacturing Company (TSMC)অ্যাপলকে ফোনের চিপ সরবরাহ করে। ২০২২ সালে থেকে এই বর্ধিত দাম লাগু করবে (TSMC)। তবে লাভ কমাতে রাজি নয় অ্যাপল। তাই ফোনের দাম বাড়িয়েই তা বিক্রি করবে 'আমেরিকান টেক জায়ান্ট'।
সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে টেক সাইট ডিজি টাইমস।রিপোর্ট বলা হয়েছে, চিপ তৈরির খরচ ২০ শতাংশ বাড়াতে চলেছে (TSMC)। ইতিমধ্যেই অ্যাপল-সহ অন্যান্য কোম্পানিগুলিকে সেই খবর জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, এই কারণে iPhone 13-এর দাম প্রত্যাশার থেকে আরও ৩-৫ শতাংশ বেশি রাখবে অ্যাপল।
৩ আইফোনের সম্ভবত চারটে ভ্যারিয়েন্ট (iPhone 13 Variant)
চিনা মাইক্রো ব্লগিং সাইট উইবো আগে জানিয়েছিল আগামী ১৭ সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৩(iPhone 13)। ইতিমধ্যেই লিকসের প্রমাণস্বরূপ আইফোন ১৩ (iPhone 13) সিরিজের সব ফোনের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে সাইটে। যেখানে iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max ও iPhone 13 mini-র ছবি দেওয়া রয়েছে। যদিও আজই ইভেন্টের অফিশিয়াল দিন ঘোষণা করেছে অ্যাপল।
৪ আইফোন ১৩-এ স্যাটেলাইট কানেক্টিভিটি (iphone 13 will support satellite connectivity)
iPhone 13-এ থাকতে পারে বড়সড় চমক। স্যাটেলাইট ফোনের মতো কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে ফোনে। যার ফলে দুর্গম অঞ্চলে থাকলেও সমস্যায় পড়তে হবে না গ্রাহককে। কল ড্রপ ছাড়াই কথা বলতে পারবেন তিনি। এমনই দাবি করেছেন অ্যাপলের অ্যানালিস্ট মিং চি কু। টেক সাইট ম্যাক রিউমারসের রিপোর্ট বলছে, আইফোন ১৩-এ নতুন ফিচার দিতে পারে কোম্পানি। যেখানে নেটওয়ার্ক খারাপ থাকলেও স্যাটেলাইট কলের সুযোগ পাবেন ক্রেতারা।
৫ ক্যামেরায় থাকতে পারে 'প্রো-রেজ' ভিডিয়ো ফিচার
বিল্ড কোয়ালিটির পাশাপাশি চমকে দেওয়ার মতো ক্যামেরা। আগামী ফ্ল্যাগশিপ ফোনে 'বাজার মাতাতে' আসছে অ্যাপল। iPhone 13-এ দেওয়া হয়েছে 'প্রো-রেজোলিউশনের' সেন্সর।শোনা যাচ্ছে,iPhone 13-এও থাকছে তিনটি রেয়ার ক্যামেরা। তবে আগের থেকে বড় সেন্সর থাকতে পারে ফোনে। এমনকী ভিডিয়ো তোলার ক্ষেত্রে প্রো-রেজোলিউশনের ফিচার এনেছে কোম্পানি। নতুন ফোনে 'পোট্রেট ভিডিয়ো মোড' ফিচার দিয়েছে কোম্পানি।এই নতুন ভিডিয়ো ফিচারকে 'প্রো-রেজ' বা প্রো রেজোলিউশন ফিচার বলা হচ্ছে।